Hoop Life

ভ্রু পাতলা হয়ে গেলে ঘন করার তিনটি প্রাকৃতিক উপায়

মুখমন্ডলের মধ্যে ভ্রু একটি গুরুত্বপূর্ণ উপাদান। শীতকালে অনেক সময় এই জায়গায় খুশকি হয় এবং এখানকার লোম পড়ে যায়। তাই এই অংশটি ঘন করতে গেলে ব্যবহার করুন কতগুলি প্রাকৃতিক উপাদান।

১) এক চামচ পেঁয়াজের রস, এক চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিয়ে ভ্রুর ওপর ভালো করে লাগিয়ে রাখুন। রাত্রিবেলা এমন লাগিয়ে শুয়ে পড়ুন।

২) এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ ক্যাস্টর অয়েল ভালো করে মিশিয়ে নিয়ে রাতে শুতে যাওয়ার আগে মুখ ভালো করে পরিষ্কার করে ভ্রু এর ওপর লাগিয়ে রাখুন।

৩) এক চামচ মেথি, এক চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিয়ে কড়া রোদের মধ্যে বেশকিছু দিন রেখে দিন। রাতে শুতে যাবার সময় এই মেথির তেল ভ্রুর মধ্যে লাগিয়ে শুয়ে পড়ুন।

এই তিনটি উপাদানের মধ্যে যেকোনো একটি প্রতিদিন রাতে শুতে যাবার সময় করুন। বেশ কিছুদিন করার পরই এর ফল পাবেন।

Related Articles