এই মুহূর্তে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ নিয়ে আলোচনা তুঙ্গে। গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ নিয়ে কখনও তোপ দাগছেন কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranawat)। কখনও বা বিতর্ক উঠছে ‘গাঙ্গুবাঈ’-এর পরিবারের তরফে। কিন্তু সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali) নির্মিত এই ফিল্ম ইতিমধ্যেই পাঁচ দিনে পঞ্চাশ কোটি টাকা আয়ের মুখ দেখেছে। তবে প্রথমেই কিন্তু আলিয়া ভাট (Alia Bhatt)-কে নিয়ে নিশ্চিত ছিলেন না পরিচালক।
সঞ্জয় ‘গাঙ্গুবাঈ’-এর চরিত্রের জন্য প্রথম প্রস্তাব দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas)-কে। প্রিয়াঙ্কা এর আগে সঞ্জয়ের সঙ্গে ‘বাজিরাও মস্তানী’-র মতো পিরিয়ড পিসে কাজ করেছেন। তবে প্রিয়াঙ্কা ‘গাঙ্গুবাঈ’-এর অফার পাওয়ার কথা স্বীকার করেননি। এরপর রানী মুখার্জী (Rani Mukherjee)-কে ‘গাঙ্গুবাঈ’-এর চরিত্রে অভিনয়ের অফার দেন সঞ্জয়। কিন্তু ব্যক্তিগত কারণে এই ফিল্মে অভিনয় করতে পারেননি রানী।
এরপর সঞ্জয় , দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-কে ‘গাঙ্গুবাঈ’-এর জন্য অফার দেন। এর আগে দীপিকা ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’ ও ‘পদ্মাবত’-এ সঞ্জয়ের সাথে কাজ করেছিলেন। কিন্তু বিভিন্ন কারণে দীপিকার ‘গাঙ্গুবাঈ’ হয়ে ওঠা হয়নি। এরপরেই আলিয়া ভাটকে ‘গাঙ্গুবাঈ’-এর জন্য কাস্ট করেন সঞ্জয়।
অপরদিকে সাংবাদিকের চরিত্রের জন্য সঞ্জয় প্রথমে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqi)-কে অফার দিলেও ডেটের সমস্যার কারণে এই ফিল্মে অভিনয় করতে পারেননি নওয়াজউদ্দিন। পার্থ সামথান (Parth Samthaan)-কেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভেবেছিলেন সঞ্জয়। কিন্তু শেষ অবধি পার্থের এই ফিল্মে অভিনয় করা হয়নি। সঞ্জয়ের আগামী ফিল্মে অভিনয় করছেন পার্থ।