Advertisements

জ্বলন্ত গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে, আগাম বার্তা দিল নাসা, আতঙ্কে বিজ্ঞানীরা

Avatar

HoopHaap Digital Media

Follow

2020 RK2 নামের একটি অ্যাস্টোরয়েড অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে নাসা৷ মার্কিন স্পেস রিসার্চ সেন্টার নাসা জানিয়েছে এই অ্যাস্টোরয়েড অক্টোবরেই পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে৷ ৭ ফুট এর আয়তন হওয়ায় সংঘর্ষ হলেও খুব বড় ক্ষয়ক্ষতি হতে পারবে না৷

ইস্টার্ন জোনের সময়ের হিসেবে দুপুর ১ টা ১২ মিনিটে এবং ব্রিটেনের সময় অনুযায়ি সন্ধ্যা ৬টা বেজে ১২ মিনিটে পৃথিবীর কান ঘেঁষে যাবে এই গ্রহাণু৷ আকারে বড় ১৭৭ ফুট Asteroid 2005 ED224 ২০২৩ -২০২৪-র মধ্যে পৃথিবীর কাছ দিয়ে যাবে বলে জানা গিয়েছে।

নাসা ইতিমধ্যেই জানিয়েছে এই 2020 RK2 ২৪০৪৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে৷ এই অ্যাস্টোরয়েডের ব্যাস ৩৬ থেকে ৮১ মিটার, এছাড়াও মনে করা হচ্ছে এটি চওড়ায় ১১৮ থেকে ২৬৫ ফিট হতে পারে৷ কিন্তু নাসার মতে পৃথিবী থেকে এই অ্যাস্টোরয়েডকে দেখা যাবে না৷

Avatar

...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow