Gold Price: শুক্রবার বাজার খুলতেই সোনার দামে ঘটল এই পরিবর্তন
শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের সঙ্গে সঙ্গে এসেছে নতুন দিন। এই বৈশাখ মাস হল বাঙালির মধুমাস। এই মাসে অনেক বাঙালি যুবক যুবতী সাতপাকে বাঁধা পড়েন। তাই এই সময় গয়নার দোকানে ভিড় বাড়ে। এর পাশাপাশি সোনার দাম নিয়েও এই সময় ক্রেতাদের মধ্যে কৌতুহল থেকেই থাকে।
গতকাল বৃহস্পতিবার কলকাতায় সোনার বাজারদর ছিল উর্ধমুখী। তবে সপ্তাহের পঞ্চম দিন অর্থাৎ শুক্রবার সকালে বাজার খুলতেই বদলে গেল চিত্রটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম স্থিতিশীল ছিল। পাশাপাশি এদিন স্থিতিশীল অবস্থায় রইল রূপোর দাম। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (২১.০৪.২০২৩-শুক্রবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,৯৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৮৫০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (২০.০৪.২০২৩-বৃহস্পতিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,৯৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৮৫০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (২১.০৪.২০২৩-শুক্রবার)
৭৭,৪০০ টাকা প্রতি কেজি
গতকাল কলকাতায় রূপোর দাম (২০.০৪.২০২৩-বৃহস্পতিবার)
৭৭,৪০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, শুক্রবার বিশ্ব বাজারে কিছুটা উর্ধমুখী সোনার দাম। বৃহস্পতিবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১৯৯২.৬০ মার্কিন ডলার। আজ তা সামান্য বেড়ে হয়েছে ২০০১.৫০ মার্কিন ডলার। এর প্রভাবে দেশীয় বাজারে তেমন পড়েনি। কারণ আজ দেশীয় বাজারে সোনার দাম রয়েছে স্থিতিশীল অবস্থায়।