Hoop Life

Hair Care Tips: চুল ঘন কালো লম্বা করার ৫টি টিপস

এক মাসের মধ্যেই আপনার চুল হবে ঘন, কালো, লম্বা। জানেন কিভাবে…? হ্যাঁ শুনতে অবাক লাগলেও যদি নিচে বলা প্রতিটি কথাই পালন করেন, তাহলে অন্তত ৬ ইঞ্চি লম্বা হবে আপনার চুল।

১) প্রথম দিন চুলে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। যাতে মাথায় কোন রকম ভাবেই ময়লা না থাকে, সেই দিন রাত্রে বেলা এক লিটার জলের মধ্যে ৪ টেবিল চামচ মেথি এবং ৪ টেবিল চামচ কালো জিরে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জল থেকে অর্ধেকটা করে নিতে হবে এবং তুলোয় করে মাথার স্কাল্পে খুব সুন্দর করে লাগিয়ে হালকা সেই জল শুকিয়ে নিয়ে সামান্য চুল বেঁধে শুয়ে পড়তে হবে।

২) খুব ভালো করে নারকেল তেলের সঙ্গে সমপরিমাণ ক্যাস্টর অয়েল এবং ভিটামিন ই অয়েল ভালো করে মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে। সেই দিন এই ভাবেই রেখে দিতে হবে, পরের দিন আবারো শ্যাম্পু করতে হবে, প্রথম এক সপ্তাহ এইভাবে চুলের যত্ন নিতে হবে।

৩) ভাতের ফ্যান কখন ফেলে দেবেন না, জানেন কি এই ফ্যান চুল লম্বা করে, তাই সপ্তাহে একবার এই টিপস ফলো করুন।

৪) রিঠার শ্যাম্পু ব্যবহার করতে হবে। বাজার চলতি কেমিকাল শ্যাম্পু না। এটি খুব সহজেই দোকানে কিনতে পাওয়া যায়।

৫) শাক সবজি, ফল, জল, ফলের রস খেতে হবে। তবে চুল সুন্দর থাকবে।

whatsapp logo