হলুদের পাঁচটি ফেসপ্যাক উজ্জ্বল ত্বকের জন্য
‘হলুদ’ অতি উপকারী একটি প্রাকৃতিক উপাদান। অনেক আগে থেকেই হলুদ রূপচর্চার কাজে ব্যবহৃত হয়ে আসছে। হলুদ দিয়ে বানিয়ে নিতে পারেন পাঁচটি অসাধারণ ফেসপ্যাক।
১) হলুদ মুলতানি মাটির ফেসপ্যাক: কয়েক চামচ মুলতানি মাটির সঙ্গে কয়েক চামচ হলুদ মিশিয়ে নিয়ে মুখের মধ্যে ভালো করে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
২) নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন হলুদ। হলুদ একসঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিয়ে একটি কনটেইনারের মধ্যে রেখে রাতের বেলা মুখ ভালো করে পরিষ্কার করে মুখের উপর এক চিমটে নিয়ে লাগিয়ে নিন।
৩) একটা টমেটো অর্ধেকটা কেটে নিয়ে তার উপর এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে মুখের মধ্যে ঘসে ঘসে লাগালে ত্বক অনেক পরিষ্কার হয়।
৪) টোনার হিসেবে ব্যবহার করতে পারেন হলুদ। শশার রসের মধ্যে এক চিমটে হলুদ দিয়ে মুখের মধ্যে স্প্রে করতে পারেন। কিংবা তুলোর মধ্যে করে লাগাতে পারেন।
৫) চালের গুঁড়োর মধ্যে এক চিমটে হলুদ দিয়ে তার মধ্যে ২ চামচ কাঁচা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে রাখুন।
উপরের এতগুলো ফেসপ্যাক এর মধ্যে যেকোনো একটি যদি নিয়মিত করতে পারেন তাহলে আপনার মুখ অনেক বেশি উজ্জ্বল এবং পরিষ্কার ঝকঝকে হবে।