Hoop Viral

বহু বছর পর বিরল প্রজাতির উড়ন্ত সাপের দেখা মিলল উড়িষ্যায়, ভাইরাল ভিডিও

উড়িষ্যার ভুবনেশ্বর থেকে উদ্ধার হল এক উড়ন্ত সাপ। এইসব সাধারণত দেখতে পাওয়া যায় উত্তর-পূর্ব এশিয়ায় এই ধরনের সাপ খুব বিষধর হয়।

এদের খাদ্য তালিকায় থাকে টিকটিকি, ব্যাং, পাখি, বাদুড় ইত্যাদি। সাপের গায়ে ছোট ছোট দাগ কাটা থাকে। অন্যান্য সাপের থেকে এইসব আকারে অনেক ছোট হয়। তবে বনদপ্তর থেকে জানানো হয়, সাপটি উদ্ধার করার পরে তাকে জঙ্গলে ফেরত পাঠানো হবে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে দেশ-বিদেশের আনাচে-কানাচে ঘটতে থাকা নানান ঘটনা, সাধারণের চোখের সামনে খুব সহজেই চলে আসে। এই ধরনের বিরল প্রজাতির সাপ যাতে কোনোভাবেই মানুষের সামনে না এসে কোন মানুষকে ক্ষতি করতে পারে তার দিকে নজর দেওয়া একান্ত প্রয়োজন।

আবার অনেক সময় মানুষ ভয় পেয়ে এই সাপগুলিকে মেরে ফেলে দেয় তাও একদম হতে দেওয়া উচিত নয়। কারণ, এ পৃথিবীতে মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে তেমন জীবজন্তুরও অধিকার রয়েছে তাদের নিজের অধিকারে বেঁচে থাকার। দেখুন সেই ভিডিও।

whatsapp logo