BollywoodHoop Plus

Priyanka Chopra: একশো-দুশোর গল্পই নেই, প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় একটি সিঙাড়ার দাম শুনলে আঁতকে উঠবেন

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas)-এর রেস্তোরাঁ ‘সোনা’ সম্পর্কে সকলেই অবগত। নিউ ইয়র্কে ভারতীয় ও ফিউশন খাবারের রেস্তোরাঁ ‘সোনা’ যথেষ্ট জনপ্রিয়। করোনাকালে ‘সোনা’-র ভিত পুজোর ছবি শেয়ার করার কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কা রেস্তোরাঁর উদ্বোধন করেন। ‘সোনা’-র খাবার হলিউডের পাশাপাশি চেখে দেখেছেন বলিউড সেলিব্রিটি অনুপম খের (Anupam Kher)। ‘সোনা’- র খাবারের প্রশংসা করেছেন অনুপম। কিন্তু ভারতীয় মূদ্রায় ‘সোনা’-র খাবার যথেষ্ট দামি।

‘সোনা’-য় সবচেয়ে কমদামী খাবার হল সিঙাড়া। এই রেস্তোরাঁয় সিঙাড়ার দাম বারো ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে ন’শো টাকা। এছাড়াও মুম্বইয়ের বিখ্যাত খাবার ‘বড়াপাও’-এর দাম এই রেস্তোরাঁয় চৌদ্দ ডলার অর্থাৎ ভারতীয় মূদ্রায় এক হাজার উনচল্লিশ টাকা। ‘সোনা’-তে স্মল প্লেটে থাকা খাবারগুলির দাম প্রায় একই। এর মধ্যে রয়েছে মসালা এগ, এগ অ্যান্ড চিজ ধোসা, মাশরুম ভুর্জি। এগুলির দাম এক হাজার চারশো ছয় টাকা থেকে এক হাজার সাতশো আঠারো টাকার মধ্যে।

নিজের রেস্তোরাঁয় প্রিয়াঙ্কার সবচেয়ে পছন্দের খাবার হল ফুচকা। নিক জোনাস (Nick Jonas)-এর সাথে তাঁকে ‘সোনা’-তে ফুচকা খেতে দেখা গিয়েছে। কিছুদিন আগে নিকের ভাই কেভিন জোনাস (Kevin Jonas)-ও এসেছিলেন ‘সোনা’-য়। তবে ভারতীয় খাবারের পাশাপাশি ‘সোনা’-তে পাওয়া যায় বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড, পিজ্জা। ‘সোনা’-র বিখ্যাত পদ হল প্রণ পকোড়া এবং চাটনি।

এবার আসা যাক ‘সোনা’-র খাবারের দাম প্রসঙ্গে। অনেকেই হয়তো বলবেন, ‘সোনা’- খাবার এত দামি কেন। খেয়াল করলে দেখা যাবে, মার্কিন ডলারে হিসাব করলে ‘সোনা’-র খাবারের দাম সাধ্যের মধ্যে। কিন্তু তা যখন পরিবর্তিত হয়ে ভারতীয় মুদ্রায় গণ্য হয়, তখন তা স্বাভাবিক ভাবেই বেশি হবে।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

whatsapp logo