Hoop NewsHoop Trending

Gold Price Today: বছরের শুরুতেই সোনার দামে এলো ব্যাপক পরিবর্তন!

পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। আর নতুন বছরে নতুন জিনিসের চাহিদা থাকে তুঙ্গে। সেটা জামাকাপড় হোক বা গয়না। তাই বছরের এই শুরুর সময়ে সোনা ও রূপার গয়নার বাজার থাকে তুঙ্গে। কিন্তু ২০২৩-এর শুরুতে কি জায়গায় রয়েছে সোনা ও রূপার দাম?

গত বছরের শেষের দিকে ঊর্ধ্বমুখী ছিল সোনা ও রূপার দাম। শেষ সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল হলুদ ধাতুর মূল্য। বছরের শুরুতেও অপরিবর্তিত রয়েছে সেই চিত্র। এখন এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (০২.০১.২০২৩-সোমবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৫,৭৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫২,৯০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (০১.০১.২০২৩-রবিবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৫,৭৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫২,৯০০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (০২.০১.২০২৩-সোমবার)

৬৮,৭০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (০১.০১.২০২৩-রবিবার)

৬৮,৭০০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যবৃদ্ধি

০০ টাকা প্ৰতি কেজি

বিশ্লেষকদের মতে ২০২৩ সালে সোনার দামের ঊর্ধ্বমুখী গ্রাফ বজায় থাকলে তা সব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে। শুধু সোনা নয়, রুপোর দামেও বড় লাফ দেখা যেতে পারে এবছর। আইসিআইসআই-এর রিপোর্ট অনুযায়ী, রুপোর দাম এবছর ঊর্ধ্বমুখী হবে। তা কেজিতে ৮০ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

Related Articles