Hoop NewsHoop Trending

Gold Price Today: বিয়ের মরশুমে সোনার দামে ফের ব্যাপক পরিবর্তন!

নভেম্বরের পর ডিসেম্বর শুরু হলেও সাতপাকে বাঁধা পড়ার হিড়িক কমেনি বাংলায়। কলকাতা থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে বেজে উঠছে সানাই। কারো বাড়িতে আবার চলছে তোড়জোড়। শাড়ির দোকানে যেমন ভিড় জমছে ক্রেতাদের, তেমনই গয়নার দোকানেও প্রতিদিনই আসছেন হাজার হাজার ক্রেতা।

কেউ নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য কিনছেন গয়না, কেউ আবার নিজের ছেলে বা মেয়ের জন্যই গয়না কিনতে বেরোচ্ছেন। আর এই মরশুমে হুহু করে বাড়ছে সোনার দাম। জানা গেছে, গত ৩ দিন কলকাতায় ৯০০ টাকার বেশি বেড়েছে সোনার দাম। এই অবস্থায় মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীদের মাথাতেও। তাদের আশঙ্কা, দাম বাড়লে কমে যেতে পারে ক্রেতার সংখ্যা।

আজ কলকাতায় সোনার দাম (৪.১২.২০২২-রবিবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৪,৩০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫১,১০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (৩.১২.২০২২-শনিবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৪,২৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫১,০৫০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৫০ টাকা।

কলকাতায় রূপার দাম (৪.১২.২০২২-রবিবার)
৬৫,৭০০ টাকা প্রতি কেজি।

কলকাতায় রূপোর দাম (৩.১২.২০২২-শনিবার)
৬৪,৮০০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যবৃদ্ধি
৯০০ টাকা প্ৰতি কেজি

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে বৃদ্ধি ঘটেছে। আর তাতেই মাথায় হাত মধ্যবিত্তদের। বিয়ের মরশুমে যেন এই মূল্যবৃদ্ধি কাঁটার মতো বিঁধেছে মধ্যবিত্তদের।

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা