Gold Price Today: মঙ্গলবার রেকর্ড পরিবর্তন সোনার দামে!
বিয়ের মরশুমেই রেকর্ড দাম বাড়ল সোনার। বছরের শুরুতেই যে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা, তাই সত্যি হল সপ্তাহের তৃতীয় দিনে। ব্যাপক দাম বাড়ল ২৪ ক্যারেট গয়নার সোনার দাম। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দামেও রেকর্ড বৃদ্ধি পেলে মঙ্গলবার। আরে ই লাগাতার মূল্যবৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের। কিভাবে বিয়ের জন্য প্রস্তুতি সারবেন তারা, এই ভেবেই ঘুম উড়ছে মধ্যবিত্তদের।
গত সপ্তাহ থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল সোনা ও রূপার দাম। জানুয়ারির শুরুতেই রেকর্ড বৃদ্ধি খেয়েছিল হলুদ ধাতুর দাম। আর দ্বিতীয় সপ্তাহেও সেই মূল্যবৃদ্ধি বজায় থাকল কলকাতার বাজারে। আর বছরের এই আশঙ্কার কথাই শুনিয়েছিলেন বিশেষজ্ঞরা। এখন এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (১০.০১.২০২৩-মঙ্গলবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,৯৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,০৪০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (০৯.০১.২০২৩-সোমবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,৬০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৩,৭০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৩৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৩৪০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (১০.০১.২০২৩-মঙ্গলবার)
৭১,৮০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (০৯.০১.২০২৩-সোমবার)
৭১,৮০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি/হ্রাস
০০ টাকা প্ৰতি কেজি
এ দিন বিশ্ব বাজারে সামান্য দাম কমেছে স্পট গোল্ডের। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৭৭.১৩ মার্কিন ডলার। আর আজ আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৮৭০.৮৮ মার্কিন ডলার। তবে দেশীয় বাজারে এই মূল্যবৃদ্ধি সম্পর্কে বিশেষজ্ঞদের মত, এত দামে শহরে এবং গ্রামে গয়নার বিক্রি কমতে বাধ্য। ফলে বহু কারিগর বেকার হবেন। যা বেকারত্ব বৃদ্ধিতে ইন্ধন জোগাবে