Gold Price Today: সপ্তাহের শুরুতে কেমন যাচ্ছে সোনা রুপোর দর!
আজ পয়লা মাঘ। আজ থেকেই বাঙালির বিয়ের মরশুম শুরু হয়েছে। আগামীকাল হাজারো যুবক যুবতি বাঁধা পড়বেন সাতপাকে। আর এই বিয়ের মরশুমে ভিড় বাড়ছে জামাকাপড়ের দোকানে। পাল্লা দিয়ে ক্রেতারা ভিড় জমাচ্ছেন সোনার দোকানেও। এর মাঝেই সোনার দামে ঘাম ঝরছে মধ্যবিত্তদের।
বছরের শুরু থেকেই সোনার দামের গ্রাফ বেশ উর্ধমুখী। প্রথম দুই সপ্তাহে রেকর্ড দাম বেড়েছে সোনার। তৃতীয় সপ্তাহের শুরুতেও সেই দাম অব্যহত। তবে রবিবারের তুলনায় হলুদ ধাতু ও রুপোলি ধাতুর দাম অপরিবর্তিত রয়েছে। এখন এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (১৬.০১.২০২৩-সোমবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,৪৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,৫০০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (১৫.০১.২০২৩-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,৪৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,৫০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (১৬.০১.২০২৩-সোমবার)
৬৯,২০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (১৫.০১.২০২৩-রবিবার)
৬৯,২০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি
বিশ্ব বাজারেও কোনও বাধা মানছে না স্পট গোল্ডের দাম। সোমবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৯২৩.৮৬ মার্কিন ডলার।