Hoop News

Gold Price Today: বুধবার রেকর্ড পরিবর্তন সোনার দামে!

বসন্ত পঞ্চমীর আগেই রেকর্ড মূল্যবৃদ্ধি সোনার। বিয়ের মরশুমে যখন গয়না কেনার ধুম ক্রেতাদের মধ্যে, সেই মুহূর্তে কপালে ভাঁজ ফেলছে হলুদ ধাতুর দাম। সোনার দাম দেখে বিনিয়োগকারীদের মাথায় হাত।

গত সপ্তাহে সোনার দামে পতন ঘটলেও সপ্তাহের তৃতীয় দিনে বাজার খুলতেই অনেকটা বৃদ্ধি পেলে সোনার দাম। এদিন যেমন ২৪ ক্যারেট সোনার দাম ৫৭ হাজারের গন্ডি পেরিয়ে ৫৮ হাজার ছুঁল। একইভাবে এদিন অনেকটাই বেড়েছে ২২ ক্যারেট সোনার দাম। তবে এদিন রূপার দামেও দেখা গেছে নিম্নগতি। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (২৫.০১.২০২৩-বুধবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৮,০০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,০৫০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (২৪.০১.২০২৩-মঙ্গলবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,৬৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,৭০০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৩৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৩৫০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (২৫.০১.২০২৩-বুধবার)

৭২,৩০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (২৪.০১.২০২৩-মঙ্গলবার)

৭২,৫০০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যহ্রাস

২০০ টাকা প্ৰতি কেজি

প্রসঙ্গত, আগামী সপ্তাহেই দেশের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিকে আমেরিকাতেও চলতি বছরের জিডিপি ঘোষণা হবে আগামী সপ্তাহেই। ফলে এখন সোনার চাহিদা তুঙ্গে। আর এই কারণেই এই মূল্যবৃদ্ধি বলে জানা গেছে। ব্যবসায়ীদের আশঙ্কা, আগামী কয়েকদিনে ২৪ ক্যারেট সোনার দাম ছুঁতে পারে ৬০ হাজারের গন্ডিও।

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা