Gold Price Today: সপ্তাহের শেষদিনে সোনার দামে ঘটল এই উল্লেখযোগ্য পরিবর্তন
কেন্দ্রীয় অর্থ বাজেট ঘোষণার পর থেকেই সোনার দাম বৃদ্ধির আশঙ্কা সত্যি হয়েছিল বিগত কয়েক মাসে। তরতরিয়ে মূল্যবৃদ্ধি ঘটেছিল সোনার। ফলে স্বাভবতই নাভিশ্বাস শুরু হয়েছিল সাধারণ ক্রেতাদের। কারণ এখন চলছে বিয়ের মরশুম। তবে বিগত সপ্তাহের শুরু থেকেই ফের নিম্নমুখী হতে থাকে সোনার দাম। বিয়েবাড়ির কেনাকাটাও বৃদ্ধি পায় বাজারে। স্বস্তি ফেরে ক্রেতাদের মধ্যে।
তবে সপ্তাহের শেষদিন অর্থাৎ শনিবার বাজার খুলতেই উর্ধমুখী মেজাজ দেখা গেল সোনার দামের। এদিন একইসঙ্গে বৃদ্ধি পেল ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম। পাশাপাশি এদিন বৃদ্ধি পেল রূপোর দাম। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (২৫.০৩.২০২৩-শনিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,০০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,০০০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (২৪.০৩.২০২৩-শুক্রবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৯,৭৮০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,৮০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ২২০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ২০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (২৫.০৩.২০২৩-শনিবার)
৭৩,০০০ টাকা প্রতি কেজি
গতকাল কলকাতায় রূপোর দাম (২৪.০৩.২০২৩-শুক্রবার)
৭২,৬০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
৪০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, শনিবার বিশ্ব বাজারে অনেকটাই নিম্নমুখী সোনার দাম। শুক্রবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১৯৯০.১০ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ১৯৭৮.২০ মার্কিন ডলার। এর প্রভাবে দেশীয় বাজারে সোনার দাম কমেনি।