Gold Price Today: লক্ষ্মীবারে সোনার দামে ঘটল বড়সড় পরিবর্তন, আজই সুবর্ণ সুযোগ!
গত কয়েক বছর ধরেই ভারতে সোনার দামের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এককথায় বিগত কয়েকবছর ধরেই সোনা যেন চলে যাচ্ছে মধ্যবিত্তের হাতের বাইরে। অথচ ভারতে বিয়ে-অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠানে সোনার গয়না দেওয়ার রীতিও বেশ প্রচলিত। সেজন্য সোনার দাম আরও বেশি করে সমস্যায় ফেলেছে ভারতীয়দের। আকাশচুম্বী দামের জন্য সাধ থাকলেও গয়না কিনতে পারছেন না অনেকে। বিশেষজ্ঞরা বলছেন,এর পিছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাঙ্কিং সংকট।
এই উর্ধমুখী বাজারে গতকাল বুধবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী অবস্থায়। আর সপ্তাহের লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই বদলে গেল চিত্রটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম রইল উর্ধমুখী অবস্থায়। পাশাপাশি এদিন বৃদ্ধি পেল রূপোর দামও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (২৭.০৭.২০২৩-বৃহস্পতিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,৪৯০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৪৫০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (২৬.০৭.২০২৩-মঙ্গলবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,০০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,০০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
৪৯০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১
৪৫০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (২৭.০৭.২০২৩-বৃহস্পতিবার)
৭৮,৪০০ টাকা প্রতি কেজি
গতকাল কলকাতায় রূপোর দাম (২৬.০৭.২০২৩-মঙ্গলবার)
৭৭,০০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
১,৪০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্ব বাজারে সামান্য উর্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ১৯৬৩.২০ মার্কিন ডলার। আজ তা সামান্য বেড়ে হয়েছে ১৯৭৫.০০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে পড়েছে। কারণ দেশীয় বাজারে আজ সোনার দাম রয়েছে উর্ধমুখী অবস্থায়।