Finance NewsHoop News

Gold Price Today: ছুটির দিনে ব্যাপক হেরফের ঘটল সোনার দামে, ক্রেতাদের জন্য কি ভালো খবর!

শেষ হয়েছে দুর্গাপুজো। আর কিছুদিন পরেই বাঙালির দরজায় এসে হাজির হবে লক্ষ্মীপুজো ও দীপাবলির মতো উৎসব। দীপাবলির সঙ্গেই আসে ধনতেরাস উৎসব। আর তারপর কার্তিক মাস শেষ হলেই অগ্রহায়ণ মাসে শুরু হচ্ছে বিয়ের মরশুম। তাই এইসব সাত-পাঁচ কারণ মিলিয়ে এই সময় সোনার গয়না বিক্রি বৃদ্ধি পায় ব্যাপকভাবে। তবে সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের কপালে ভাঁজ ফেলছে বাড়তে থাকা সোনার দাম। কারণ গত কয়েকমাস ধরেই দেশে সোনার দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

এই উর্দ্ধমুখী বাজারে গতকাল শনিবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল অবস্থায়। আর সপ্তাহের ছুটির দিন অর্থাৎ রবিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম রইল উর্দ্ধমুখী অবস্থায়। তবে, এদিন বৃদ্ধি বা হ্রাস পেল না রূপোর দাম। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (২৯.১০.২০২৩-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৬২০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৪০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (২৮.১০.২০২৩-শনিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৯৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৮০০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
৬৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
৬০০ টাকা।

আজ কলকাতায় রূপোর দাম (২৯.১০.২০২৩-রবিবার)
৭৪,৬০০ টাকা প্রতি কেজি

গতকাল কলকাতায় রূপোর দাম (২৮.১০.২০২৩-শনিবার)
৭৪,৬০০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি

প্রসঙ্গত, রবিবার বিশ্ব বাজারে সামান্য উর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ১৯৮৬.৪০ মার্কিন ডলার। আজ তা সামান্য বেড়ে হয়েছে ২০০৫.৬০ মার্কিন ডলার। তবে এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা গেছে। কারণ দেশীয় বাজারেও আজ সোনার দাম রয়েছে উর্দ্ধমুখী অবস্থায়।

Related Articles