Gold Price Today: রবিবার ব্যাপক পরিবর্তন সোনার দামে!
চলছে বিয়ের মাস। আর এই সময় বাঙালি ক্রেতারা যেমন ভিড় জমান জামাকাপড়ের দোকানে, তেমনই আবার ভিড় জমান গয়নার দোকানে। আর এই বছরের শুরু থেকেই সোনার দামের রেকর্ড বৃদ্ধি চিন্তায় ফেলেছিল ক্রেতাদের। ক্রমেই দিনদিন মহার্ঘ হচ্ছিল হলুদ ধাতুর দাম। তবে এর মাঝেই স্বস্তির খবর এল ফেব্রুয়ারির প্রথম রবিবারে।
ছুটির দিনেই ব্যাপক সস্তা হল সোনা। ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেল এদিন কলকাতার বাজারে। প্রায় এক হাজার টাকার কাছাকাছি কমল এই ধাতুর দাম। অন্যদিকে ব্যাপক সস্তা উড়ল রূপোও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (০৫.০২.২০২৩-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,৭৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,৮০০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (০৪.০২.২০২৩-শনিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৮,৭৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৭৫০ টাকা।
আজকের মূল্যহ্রাস
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ১০০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ৯০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (০৫.০২.২০২৩-রবিবার)
৬৭,৯০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (০৪.০২.২০২৩-শনিবার)
৬৯,৯৫০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যহ্রাস
২,০৫০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর থেকে দুদিন ব্যাপক বেড়েছিল সোনার দাম। বাজেটে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর মধ্যে ব্যবসা বন্ধের আশঙ্কাও করেছিলেন অনেকেই। তবে রবিবার ক্রেতা থেকে বিক্রেতা সকলকেই স্বস্তি দিল সোনা ও রূপোর দামের এই নিম্নগতি।