Hoop NewsHoop Trending

Gold Price Today: ছুটির দিনে সোনার দামে কি পরিবর্তন ঘটল!

আগামী অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ইঙ্গিত ছিল একাধিক জিনিসের মূল্যবৃদ্ধির। সোনা তাদের মধ্যে ছিল অন্যতম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সাফ জানিয়েছিলেন যে সোনার দাম বৃদ্ধি পাবে। আর সেই আশঙ্কা সত্যিও হয়েছিল বাজেট-পরবর্তী কয়েকদিনে। পাল্লা দিয়ে দাম বেড়েছিল সোনা ও রুপার। ফলে বিয়ের মরশুমে গয়না কিনতে রীতিমতো নাভিশ্বাস উঠছিল ক্রেতাদের। দিনের পর দিন মূল্যবৃদ্ধি ঘটায় আশঙ্কার মেঘ দেখছিলেন ব্যবসায়ীরাও। কিন্তু তারপরের সপ্তাহে দাম কমতে থাকে সোনার। ফলে স্বস্তি ফিরে ক্রেতামহলে।

ছুটির দিনে বাজার খুলতেই একই অবস্থায় থেমে থাকল সোনার দাম। এদিন ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দামে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। পাশাপাশি এদিনের বাজারে স্থিতিশীল অবস্থায় রয়েছে রূপোর দামও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (০৫.০৩.২০২৩-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,৭০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৩,৮০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (০৪.০৩.২০২৩-শনিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,৭০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৩,৮০০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (০৫.০৩.২০২৩-রবিবার)
৬৪,২০০ টাকা প্রতি কেজি

গতকাল কলকাতায় রূপোর দাম (০৪.০৩.২০২৩-শনিবার)
৬৪,২০০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি

প্রসঙ্গত, মঙ্গলবার দেশীয় বাজারের পাশাপাশি বিশ্ব বাজারেও দাম বেড়েছে সোনার। শনিবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১৮৫৬.৫০ মার্কিন ডলার। আজ তা বেড়ে হয়েছে ১৮৫৭.৫০ মার্কিন ডলার। তবে তার প্রভাব দেশীয় বাজারে পড়েনি বলেই মনে করা হচ্ছে।