Gold Price Today: লক্ষ্মীবারে ব্যাপক ছন্দপতন সোনার দামে, ক্রেতাদের জন্য বিরাট সুযোগ
এখন ভাদ্র মাস। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই বিশেষ মাসে কোনো ধরনের শুভকাজ করতে মানা করা হয়। স্বভাবতই রাজ্যের এখন বন্ধ সাতপাকে বাঁধা পড়ার হিড়িক। আর সেই কারণে গয়নার বাজারেও ভিড় কমছে ক্রেতাদের। কিন্তু অনেকেই সোনা কিনে রাখতে চান ভবিষ্যতের জন্য। কেউ আবার অন্য দরকারে সোনা কিনে থাকেন। অনেকেই আবার বিনিয়োগের স্বার্থে কেনেন এই হলুদ ধাতু। আর এইসব কারণে শুভকাজের মাস ছাড়াও অন্যান্য সময়েও সোনার দামের উপর ক্রেতাদের নজর থাকে।
এই উর্দ্ধমুখী বাজারে গতকাল বুধবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল অবস্থায়। আর সপ্তাহের লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই বদলে গেল চিত্রটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী অবস্থায়। পাশাপাশি, এদিন হ্রাস পেল রূপোর দামও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (১৪.০৯.২০২৩-বৃহস্পতিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৯,৪৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,০০০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (১৩.০৯.২০২৩-বুধবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৯,৮৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,৮৪০ টাকা।
আজকের মূল্যহ্রাস
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
৩৮০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
৮৪০ টাকা।
আজ কলকাতায় সোনার দাম (১৪.০৯.২০২৩-বৃহস্পতিবার)
৭৩,৫০০ টাকা প্রতি কেজি
গতকাল কলকাতায় রূপোর দাম (১৩.০৯.২০২৩-বুধবার)
৭৪,৫০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যহ্রাস
১,০০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্ব বাজারে সামান্য নিম্নমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ১৯০৮.৬০ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ১৯০৫.১০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা গেছে। কারণ দেশীয় বাজারে আজ সোনার দাম রয়েছে সামান্য নিম্নমুখী অবস্থায়।