Hoop NewsHoop Trending

Gold Price Today: আগের থেকে আরও সস্তা সোনা, মুখে চওড়া হাসি মধ্যবিত্তদের

ইদানিং, সোনার দাম পড়তির দিকে। অথচ ঠিক মাস দুয়েক আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে সোনার দাম বাড়তে বাড়তে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। তখন সোনার দাম ৫০ পার করে যায়, আর এতেই মধ্যবিত্তদের কপালে হাত। কোনো অনুষ্ঠানে সোনা কেনা তখন বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু, বিগত কিছু দিন ধরে সোনার দাম নিম্নমুখী। হুহু করে সোনার দাম কমছে। চলুন দেখি সোনার দামের কতটা পতন হল কলকাতার বুকে।

কলকাতা :

১ গ্রাম ২২ ক্যারেট সোনার আজকের দাম – ৪,৬৩০ টাকা। গতকাল এর দাম ছিল – ৪৬৪০ টাকা।অর্থাৎ, আজ দাম ১০ টাকা কমেছে।

১ গ্রাম ২৪ ক্যারেট সোনার আজকের দাম ৫০৫১ টাকা। গতকাল ছিল ৫০৬২ টাকা। অর্থাৎ, আজ দাম ১১ টাকা কমেছে।

মুম্বাই:

১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৪৬৩০ টাকা এবং গতকাল ছিল ৪৬৪০ টাকা।

১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম আজ ৫০৫১ টাকা এবং গতকাল ছিল ৫০৬২ টাকা।

দিল্লি :

১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৪৬৩০ টাকা এবং গতকাল ছিল ৪৬৪০ টাকা।

১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম আজ ৫০৫১ টাকা এবং গতকাল ছিল ৫০৬২ টাকা।

Related Articles