লেহেঙ্গায় আতঙ্ক সৃষ্টি করেছেন Gori Nagori, ভরা মঞ্চে এমন নাচ বাচ্চাদের সামনে দেখবেন না
ইদানিং হরিয়ানভি নৃত্যশিল্পীদের টক্কর দিচ্ছেন রাজস্থানি নৃত্যশিল্পী গোরি নাগোরি (Gori Nagori)। কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ষোল তম সিজনে এসেছিলেন গোরি। তবে শুধুমাত্র রাজস্থানি নয়, হরিয়ানভি নাচেও পারদর্শী তিনি। কলম্বিয়ান গায়িকা-নৃত্যশিল্পী শাকিরা (Shakira)-কে অনুকরণ করেন গোরি। তাঁর নাচে রয়েছে শাকিরার নৃত্যশৈলীর ছোঁয়া। ফলে অনেকেই গোরিকে ‘রাজস্থানি শাকিরা’ বলে থাকেন।
রাজস্থানের নাগপুরে জন্মগ্রহণ করেছিলেন গোরি। প্রকৃতপক্ষে তিনি মুসলমান পরিবারের মেয়ে। গোরির আসল নাম তসলিমা বানো। নয় বছর বয়স থেকে নাচ শিখতেন গোরি। একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। পেয়েছেন প্রচুর পুরস্কার। রাজস্থানের জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর গোরি বেছে নেন নাচের জগতকে। কেরিয়ারের শুরুতে বিখ্যাত হরিয়ানভি নৃত্যশিল্পী সপনা চৌধুরী (Sapna Choudhary)-র সাথে মঞ্চে নাচতেন গোরি। পরবর্তীকালে নিজে একাই শো করতে শুরু করেন তিনি। কিন্তু 2017 সালে রাজস্থান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বোল্ড নাচ পরিবেশনের জন্য যথেষ্ট সমালোচিত হয়েছিলেন গোরি।
গোরির নাচ তাঁর মায়ের পছন্দ না হলেও বাবার সমর্থন পেয়েছিলেন তিনি। নাচের অনুষ্ঠানের পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন গোরি। চার বছর আগে ‘আঁখ মারে’ গানের সাথে গোরির বোল্ড নাচের অনুষ্ঠানের ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছিল। এখনও অবধি এই ভিডিওর ভিউ অতিক্রম করেছে সাড়ে সাত লক্ষ। ভিডিওতে লাল রঙের লেহেঙ্গা-চোলি পরে গোরিকে মঞ্চে নাচতে দেখা যাচ্ছে। চোলির ডিপ নেকলাইনের মাধ্যমে ক্লিভেজ শো-অফ করেছেন গোরি। উন্মুক্ত রয়েছে তাঁর নাভিও।
গোরির নাচে কখনও সখনও প্রতিফলিত হচ্ছে শাকিরার নৃত্যশৈলী। ভিডিওর কমেন্ট সেকশনে নেটিজেনদের একাংশ লিখেছেন, গোরির নাচ অন্য নৃত্যশিল্পীদের তুলনায় আলাদা ও আকর্ষণীয়।