Finance News
Government Scheme: খুলে গেল সাধারণ মহিলাদের উপার্জনের রাস্তা, বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে ভারত সরকার
দেশের বিভিন্ন শ্রেণির মানুষদের জন্য নানান প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের (Central Government)। বিভিন্ন শ্রেণির মানুষদের জন্য এই প্রকল্পগুলি ভাবা হয়েছে সরকারের তরফে। কী কী প্রকল্প রয়েছে সরকারের আর কী কী সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলিতে? উল্লেখ্য, দেশের অভাবী মহিলা এবং পুরুষদের জন্য বিশ্বকর্মা যোজনা চালু করা হয়েছিল সরকারের তরফে। এই যোজনার অধীনেই একটি করে সেলাই মেশিন পেয়ে থাকেন অভাবী পরিবারগুলি।
বিশ্বকর্মা যোজনা
কেন্দ্রীয় সরকারের লাভজনক প্রকল্পগুলির মধ্যে অন্যতম। এই প্রকল্পগুলির অধীনে সেলাই মেশিন ছাড়াও আরো একাধিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন উপভোক্তারা। কারা এই প্রকল্পে আবেদনের যোগ্যতা, কীভাবেই বা আবেদন করা যাবে সব তথ্য এই প্রতিবেদনে রইল।
বিনামূল্যে সেলাই মেশিন
- কেউ যদি সেলাইয়ের কাজ করতে চান তবে এই প্রকল্পের অধীনে ৬ মাসের জন্য তাকে ট্রেনিং দেওয়া হবে।
- যতক্ষণ ট্রেনিং সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারের তরফে পাওয়া যাবে ৫০০ টাকা।
- ট্রেনিং শেষ হওয়ার পর দেওয়া হবে সার্টিফিকেট।
- এরপর প্রয়োজন অনুসারে সেলাই মেশিন এবং সরঞ্জাম কেনার টাকা দেওয়া হয়।
- কেউ কাজ করতে চাইলে এই প্রকল্পের অধীনে কম সুদে ১-২ লক্ষ টাকা ঋণ পাওয়া যায়।
আবেদনের যোগ্যতা
- অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে আবেদনকারীকে
- আবেদনকারীর বয়স হতে হবে ২০-২৪ বছরের মধ্যে
- একজন পেশাগত কারিগর হতে হবে আবেদনকারীকে
- শুধুমাত্র অভাবী ব্যক্তিরাই সুবিধা পাবেন, থাকতে হবে বিপিএল কার্ড
- পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে চলবে না
- বার্ষিক আয় হতে হবে ২,৫০,০০০ টাকার কম
আবেদনের প্রক্রিয়া
- প্রথমেই যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট https://pmvishwakarma.gov.in/ এ
- তারপর অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে
- এরপর দিতে হবে আধার নম্বর এবং মোবাইল নম্বর
- নতুন পেজে কিছু তথ্য দিতে হবে এবং ব্যবসায় দর্জি নির্বাচন করতে হবে
- প্রয়োজনীয় নথি স্ক্যান করে আবেদন জমা দিতে হবে