Hoop NewsFinance News

Government Scheme: মেয়েদের পড়াশোনায় বাড়বে গতি, বাল্যবিবাহ আটকাতে প্রতি মাসে মোটা টাকা দেবে সরকার

Advertisements

মেয়েরা যাতে অল্প বয়সে বিবাহ না করে ফেলে তার জন্য আর একবার একটা ভালো সিদ্ধান্ত নিল এই রাজ্যের সরকার। মেয়েদের জীবনের সিদ্ধান্ত যাতে তারা নিজেরাই বয়স হওয়ার পরে নিতে পারে, সেই দিকটাই খেয়াল রাখতে মেয়েদেরকে অর্থ প্রদান করার পদক্ষেপ নিয়েছে এই রাজ্য। এই অর্থ পেলে মেয়েরা নিজের জীবনের জন্য কিছু একটা ভবিষ্যতে করতে পারবে, সেই আশা নিয়েই এমন অর্থ প্রদান করা হবে।

এই প্রকল্পের নাম কি

প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী নিজুত ময়না। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ১০ লক্ষ মেয়েকে উচ্চ মাধ্যমিক স্নাতক এবং স্নাতক স্তর পর্যন্ত একটা উচ্চশিক্ষা প্রদান করা এবং এই উচ্চশিক্ষক জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থই প্রদান করবে সরকার। তবে এই স্কিমটা সম্পর্কে চলুন পুরোটা জেনে নেওয়া যাক। তবে আমাদের পশ্চিমবঙ্গে এই প্রকল্পটি নয়, এই প্রকল্পটি চালু করা হবে, আসামে।

আসাম মুখ্যমন্ত্রী নিজুত ময়না স্কিম ২০২৪ এর সুবিধা জেনে নিন

  • উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজে ভর্তি হওয়ার পরে প্রত্যেক মাসে ১২৫০ টাকা সেই ছাত্রীকে দেওয়া হবে। যতদিন স্নাতক স্তরে সেই ছাত্রী পড়াশোনা করবে, ততদিন পর্যন্ত সে এই টাকা পাবে।
  • যে ছাত্রীরা মাস্টার ডিগ্রী বা স্নাতকোত্তরে বিএড কোর্সে পড়াশোনা করবেন, তারা মাসে ২৫০০ টাকা পাবে।
  • একাদশ শ্রেণিতে এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে, উচ্চমাধ্যমিক অবধি মোট ২০,০০০ টাকা। এরপর স্নাতক স্তরের পড়াশোনা করলে তিন বছরে ৪৫,০০০ টাকা। স্নাতকোত্তর বা বিএড পড়লে পাবে ৬০,০০০ টাকা।

কারা এই সুবিধাগুলো পাবেন?

  • শুধুমাত্র ছাত্রীরা এই প্রকল্পের জন্য যোগ্য।
  • এই সুবিধা পেতে মেয়েদের অবশ্যই যে কোনও সরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
  • যারা ইতিমধ্যে বিবাহিত তাঁরা পারবেন না।

স্কিমে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

  • আধার কার্ড
  • পাসপোর্ট – সাইজ এর ছবি
  • মোবাইল নম্বর
  • ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস
  • মাধ্যমিক পাসের মার্কশিট
  • আবাসিক শংসাপত্র
  • মাধ্যমিক পাসের মার্কশিট
  • আবাসিক শংসাপত্র

আবেদন করবেন কীভাবে?

সরকার মুখ্যমন্ত্রী নিজুত ময়না স্কিমের জন্য অফিসিয়াল ওয়েবসাইট এখনও কিছু জানায়নি। সমস্ত যোগ্য আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট ঘোষণা করার পরে সেখান থেকেই ফর্মটি পূরণ করতে পারেন।

  • স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  • স্ক্রিনে ওয়েবসাইটের হোমপেজ খুলতে হবে।
  • এখন হোমপেজ থেকে এখানে আবেদন অপশনে যেতে হবে।
  • একটি আবেদনপত্র সহ একটি নতুন পেজ খুলবে।
  • আপনার বিবরণ লিখুন যেমন নাম, জন্ম তারিখ, বয়স, ঠিকানা ইত্যাদি।
  • প্রাসঙ্গিক নথি আপলোড করুন।
  • প্রদত্ত তথ্য সাবধানে চেক করুন।
  • এবার সাবমিট অপশনে ক্লিক করুন।
  • এই স্কিমটি পশ্চিমবঙ্গ নয়, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা চালু করেছেন।

Shreya Maitra Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক