দ্রুত চুল লম্বা করার প্রাকৃতিক উপায়
লম্বা চুল সকলেই পছন্দ করেন। তবে বর্তমানে মেয়েদের লম্বা চুল খুব একটা দেখতে পাওয়া যায় না। অনেকেই ভাবেন এর জন্য বুঝি অনেক টাকা খরচ করতে হয় বা অনেক সময় ব্যয় করতে হয়। দুটোর কোনোটাই প্রয়োজন হয় না। খুব কম টাকা খরচ করে এবং কম সময় ব্যয় করে খুব সহজেই হাঁটু পর্যন্ত লম্বা চুল বানিয়ে ফেলতে পারেন। চুল ভালো করার জন্য প্রথমে চুল পড়া বন্ধ করতে হবে। চুল গজাতে দিতে হবে এবং স্ক্যাল্পে হওয়া নানান ধরনের ফাংগাল ইনফেকশন কে বন্ধ করতে হবে। তার জন্য বাড়িতেই তৈরি করুন অসাধারন একটি হেয়ার অয়েল। এই তেল তৈরি করতে প্রয়োজন হবে
নারকেল তেল
আমলকি ( ৪ টি)
কালোজিরে দু’চামচ
মেথি দু’চামচ
কারি পাতা ১ কাপ
একটা গোটা পেঁয়াজ
ক্যাস্টর অয়েল ২ চামচ
ভিটামিন ই ক্যাপসুল ৩ টি
জবা ফুল ৫ টি
জবা পাতা ৫ টি
নিম পাতা ৫ টি
প্রথমে নারকেল তেল গরম করে তার মধ্যে ক্যাস্টর অয়েল, ভিটামিন ই বাদে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ফোটাতে হবে। উপকরণ গুলি হালকা ব্রাউন হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিন। ৫ ঘন্টা পর তেল ছেঁকে বোতলে ভরে রাখুন। ক্যাস্টর অয়েল, ভিটামিন ই মিশিয়ে নিন। প্রতিদিন রাতে শুতে যাবার সময় মাথার গোড়ায় গোড়ায় ভালো করে ম্যাসাজ করে নিন। তবে খেয়াল রাখতে হবে ম্যাসাজ করার সময় যদি চুলটাকে উল্টে মাথার পিছন থেকে ভালো করে ম্যাসাজ করতে পারেন তাহলে অনেক বেশি উপকার হয়। বড়োচুলের কখনোই জট হতে দেওয়া উচিত নয়। চুলে জট পড়ে গেলে জলের মধ্যে সামান্য নারকেল তেল দিয়ে গোটা চুলে আগে লাগিয়ে নিন। তারপর চিরুনি দিয়ে আস্তে আস্তে আঁচড়ালেই এই জট একেবারে চলে যাবে। চুল কম ছিঁড়বে।