হার্দিক বনাম সূর্যকুমার, T-20 দলের অধিনায়ক হিসেবে পাল্লা ভারী কার! বড় সিদ্ধান্ত গম্ভীরের
সদ্য টি২০ বিশ্বকাপের ট্রফি উঠেছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হাতে। রোহিত শর্মার অধিনায়কত্বে দীর্ঘ ১৭ বছর পর টি২০ বিশ্বকাপে জয় লাভ করেছে ভারত। কিন্তু বিশ্বকাপ জয়ের পরপরই ঘটে গিয়েছে দুটি ঘটনা। আন্তর্জাতিক টি২০ ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত এবং ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে মেয়াদ পূর্ণ হয়েছে রাহুল দ্রাবিড়ের। তাঁর পর দলের নতুন নির্বাচিত কোচ হয়েছেন গৌতম গম্ভীর। এদিকে রোহিতের পর ভারতের টি২০ দলের জন্য নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।
ভারতীয় টি২০ দলের জন্য অধিনায়ক হিসেবে নাম উঠে আসছে হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদবের। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করার জন্য নির্বাচক কমিটির নতুন বৈঠকে অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের নামটাই সর্বাগ্রে রয়েছে বলে খবর। এমনিতে রোহিত শর্মার পর অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়ার জনপ্রিয়তা চড়া থাকলেও সাম্প্রতিক কিছু কারণে তাঁর অবস্থানে বদল এসেছে। মূলত আইপিএল ২০২৪ এ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তাঁর ব্যর্থতাজনক পারফরম্যান্স বড় প্রভাব ফেলেছে নির্বাচকদের সিদ্ধান্তে। উপরন্তু সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে শ্রীলঙ্কায় ওডিআই ম্যাচ না খেলার জন্য অনুরোধ জানান হার্দিক। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমারের নাম এগিয়ে এসেছে হার্দিককে টপকে।
ভারতের নতুন কোচ গম্ভীর ইতিমধ্যেই আগামী পরিকল্পনা নিয়ে বিসিসিআই আধিকারিক এবং নির্বাচক কমিটির সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। সেখানে অধিনায়ক হিসেবে সূর্যকুমারের নাম উঠে এসেছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গম্ভীর সরাসরি সূর্যকুমারের নাম না নিলেও তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি এমন কাউকে চান যার কাজের পরিকল্পনা উদ্বেগজনক নয়। এমনটাই জানিয়েছেন এক বিসিসিআই আধিকারিক।
জানা যাচ্ছে, হার্দিককে অধিনায়ক করার বিষয়ে একাধিক তর্ক বিতর্ক চলছে ভারতীয় ক্রিকেটে। একপক্ষের মতে, আইপিএলে হার্দিকের পারফরম্যান্স খারাপ থাকলেও বিশ্বকাপে সহ অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স নজরকাড়া ছিল। অপরদিকে আরেকটি মত, ২০২৩ এর ওডিআই বিশ্বকাপে হার্দিকের চোট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তিনি আইপিএলের একটি দলের ক্যাপ্টেন হওয়ায় তাঁর চোট পাওয়ার সম্ভাবনাও বেশি। এমতাবস্থায় হার্দিকের অধিনায়ক হওয়া নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।