Lifestyle: যে উপায়ে হেডফোন ব্যবহার করলে কানের ক্ষতি এড়ানো সম্ভব
সোশ্যাল মিডিয়া আর ওয়েব সিরিজের যুগে ইয়ার ফোন হল খুবই গুরুত্বপূর্ণ গ্যাজেট। রাস্তা ঘাটে, চলতে ফিরতে, ট্রেনে, বাসে বা পার্কে কিংবা যেকোনো জায়গায় শুধু মাত্র স্মার্ট ফোন, ইন্টারনেট আর ইয়ারফোন থাকলেই গল্প শুরু। তখন বন্ধু বান্ধব কেউ না হলেও চলে। কারণ, সবটাই এখন ভার্চুয়াল।
অবশ্য আজকের আলোচনার বিষয় হল মাত্রাতিরিক্ত ইয়ারফোন ব্যবহার কানের কতটা ক্ষতি করতে পারে সেই নিয়েই। চলুন দেখে নিই কিভাবে ইয়ার ফোন ও হেডফোন ব্যবহার করবেন (How to use earphone and harmful effects of using earphone for longtime) :
১) সময় বাঁধুন। একটানা দীর্ঘক্ষণ ইয়ার ফোন চালিয়ে রাখা উচিত নয়। অন্তত এক ঘন্টা শোনার পর খুলে রাখুন।
২) সর্বচ্চো স্তরে নয়। বেশি সাউন্ড ব্যাবহার করলে কানের পর্দা ক্ষতিগ্রস্থ হতে পারে।
৩) যে সংস্থার মোবাইল, সেই সংস্থারই ইয়ারফোন ব্যবহার করা উচিত। প্রতিটি মোবাইল সংস্থা তাদের নির্দিষ্ট ফোনের জন্য নির্দিষ্ট ইয়ারফোন তৈরি করে, তাই সেই ইয়ার ফোন ব্যাবহার করা উচিত। কারণ, ফোন থেকে বার হওয়া তরঙ্গ, কম্পন ইত্যাদির উপর অঙ্ক কষেই ঠিক করা হয় ইয়ারফোনের ক্ষমতা।
৪) বাজারের সস্তা ইয়ার ফোন নয়। এবং ব্যয়ভার করার পর প্রতিবার টিস্যু দিয়ে পরিষ্কার করুন ইয়ারফোনটি।
৫) ইয়ারফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার আপনাকে বধির করে দিতে পারে এবং পথ চলতি দুর্ঘটনা ডেকে আনতে পারে।
Disclaimer : যেকোনো গ্যাজেট ব্যাবহার পূর্বে তার ব্যাবহার বিধি দেখে বুঝে নেওয়া উচিত। সস্তা ইয়ারফোন এর ব্যবহার যেকোনো অবস্থায় কানের ক্ষতি সাধন করতে পারে। এক্ষেত্রে বিধিনিষেধ মেনে চলাই শ্রেয়।