Hoop Life

Lifestyle: দাম্পত্য জীবনে নিত্যদিন অশান্তি! বাস্তুমতে বেডরুমের রং করুন এইভাবে

দাম্পত্য জীবনে কি আপনি ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন? আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি সমস্যা লেগেই থাকে? তাহলে এদের রুমের রঙের ক্ষেত্রে বাছুন বাস্তুমত অনুসরণ করে। আপনি যদি আপনার ঘরের রং ভুল ভাল করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে সমস্যা আরও বেড়ে যাবে Hoophaap এর পাতায় দেখে ফেলুন বেডরুমের রং ঠিক কেমনটা করলে, আপনার জীবন একেবারে পাল্টে যেতে পারে।

১) যে মাস্টার বেডরুমটি পূর্ব দিকে রয়েছে, তার বেডরুমের দেওয়ালের সাদা বা হালকা নীল রং কোনটি আপনার জন্য শুভ হবে।

২) পশ্চিম দিকে যে মাস্টার বেডরুম রয়েছে, সেটির রং হালকা নীল করুন। দেখবেন আপনার দিন অনেক ভালো যাবে।

৩) উত্তর দিকে যদি বেডরুম থাকে, তাহলে সেখানে সবুজ রং করুন, সবুজ রঙের ছোঁয়ায় আপনার দিন ভালো যাবে।

৪) দক্ষিণ দিকে যদি বেডরুম থাকে, তাহলে অবশ্যই ঘরের রং লাল করুন, অথবা উজ্জ্বল করে এটি আপনার গৃহে পজিটিভ এনার্জি চলে আসবে, নেগেটিভ শক্তি একেবারে দূরে চলে যাবে।

৫) যদি এতো কিছু মাথায় না থাকে, তাহলে একটি বিষয়ে আপনি ভালো করে বুঝে নিতে পারেন, যদি আপনি আপনার বেডরুমের দিক বুঝতে না পারেন, তাহলে এমনি সাধারণ মাস্টার বেডরুমের রং নীল করতে পারেন।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক