Heat Wave: কলকাতাতেই ৪০ ডিগ্রি, দক্ষিণবঙ্গ জুড়ে চরম তাপপ্রবাহ, লু বইবে এই জেলাগুলিতে
শুরু হয়েছে নতুন বছর। বাঙালির মনে প্রানে এখন একটাই গান, আর সেটা হল নতুনত্বের গান। পুরানো বছরকে পিছনে ফেলে রেখে আমরা সবাই এসে হাজির একটস নতুন বছরে। তবে নতুন বছরের শুরু থেকেই অস্বস্তি জারি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একথা বলাই যায় যে গ্রীষ্মের ভ্যাপসা গরমে কেটেছে বাঙালির নববর্ষের উৎসব। আর আগামী কয়েকদিনেও তেমনটা হতে চলেছে বলে আভাষ দিচ্ছে প্রকৃতি। কারণ ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফলস্বরূপ আবার একবার তাপপ্রবাহের প্রভাব লক্ষ্যনীয়।
যদিও গত কয়েকদিনে এই ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল দক্ষিণবঙ্গবাসী। কারণ গত কয়েকদিন ধরেই রাজ্যের আকাশ ছিল মেঘলা। একইসঙ্গে জেলায় জেলায় হয়েছিল বৃষ্টিপাত। এর কারণে গ্রীষ্মের দাপট কিছুটা হলেও ফিকে হয়েছিল জেলায় জেলায়। তবে কয়েকদিন আগে থেকে ফের পারদের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও একাধিক জেলায় আজও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এখন একনজরে দেখে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাস।
● কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে আজ সকাল থেকে রৌদ্রোজ্বল রয়েছে শহরের আবহাওয়া। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যেতে পারে। পাশাপাশি, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনভর রোদ ও গরমের দাপট আজ ব্যাপকভাবে বাড়ছে শহর কলকাতায়।
● দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ দিনভর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ ও লু বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে তীব্র রোদের দাপট। সকাল থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। আজ মোটের উপর শুষ্ক ও ভ্যাপসা পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এইসব জেলাগুলিতে আজ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আজ প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।
● উত্তরবঙ্গের আবহাওয়া: আজ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। তবে আজ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া। এর সঙ্গে এইসব জেলায় বাড়বে তাপমাত্রা। আজ এই তিন জেলায় একধাক্কায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।