Hoop News
পুজোর আগেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস
শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার জেরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে ওড়িশা, বিহার, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তিন-চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এই নিম্নচাপ আগামী রবিবারের মধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত্রর সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টিপাত হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার ফলে বাড়বে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।