Hero Alom: টাইটানিক গানের বাংলা ভার্সন, সুন্দরী যুবতীর সঙ্গে রোমান্স হিরো আলমের, মজা নিল নেটপাড়া
হিরো আলম (Hero Alom) ওরফে আশরাফুল আলম প্রায় প্রতিনিয়ত চর্চার মধ্যে রয়েছেন। কয়েকদিন আগেই বাংলাদেশের শিল্পী সমিতির নির্বাচনের সময় তিনি শিরোনামে এসেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁকে অপমান করে বার করে দেওয়া হয়েছে শিল্পী সমিতির অফিস থেকে। তিনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার তার আঁচ না কমতেই ‘টাইটানিক’ গেয়ে আইকনিক গানটির মৃত্যু ঘটালেন হিরো আলম।
তবে এটাও ঠিক, যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত। হিরো আলম তো নিমিত্ত মাত্র। সম্প্রতি ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষ্যে হিরো আলম হলিউডের ফিল্ম ‘টাইটানিক’-এর বিখ্যাত গান ‘এভ্রি নাইট ইন মাই ড্রিম’ গেয়েছেন। তাঁর গাওয়া গানটি ভাইরাল হতেই নেটদুনিয়ায় ট্রোল হতে শুরু করেন হিরো আলম। নেটিজেনদের একাংশ টাইটানিকের এই বিখ্যাত গানটির মৃত্যুতে শোকস্তব্ধ। অনেকে হিরো আলমকে ‘হিরু ভাই’ সম্বোধন করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের মানুষকে ইংরাজি শেখানোর জন্য। অনেকে বলেছেন হিরো আলমের গান শুনে সুইসাইড করার কথা। কিন্তু হিরো আলমের উত্তর মারাত্মক।
তিনি জানিয়েছেন, দর্শকদের তরফে নতুন গানের অনুরোধ ছিল। ফলে তিনি যথাসাধ্য অনুরোধ রাখার চেষ্টা করেছেন। টাইটানিক ফিল্মের গানগুলি জনপ্রিয় হওয়ার কারণে তিনি ভালোবাসা দিবসে সকলকে টাইটানিকের গান গেয়ে উপহার দিয়েছেন। প্রফেশনাল শিল্পী না হয়েও তিনি কষ্ট করে গানগুলি গেয়েছেন তাঁর অনুরাগীদের জন্য বলে জানিয়েছেন হিরো আলম। এই মিউজিক ভিডিওয় হিরো আলমের সাথে দেখা গিয়েছে তাঁর বৌ নুসরত জাহান সুমি (Nusrat Jahan Sumi)-কেও। হিরো আলম অন্য মিউজিক ভিডিওগুলির মতো এই মিউজিক ভিডিওটি নিয়েও আশাবাদী।
এর আগে ‘মানিকে মাগে হিথে’ গেয়ে ট্রোল হয়েছিলেন হিরো আলম। তবে এই মুহূর্তে তাঁর ইচ্ছা কলকাতায় এসে কলকাতার শিল্পীদের নিয়ে ফিল্ম বানানোর।