Skin Care Tips: দুধের মতো ফর্সা হবে ত্বক, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন অসাধারণ ফেয়ারনেস ক্রিম
ত্বককে দুধের মতন ফর্সা করতে চান, একেবারে দেরি করবে না, বাড়িতে থাকা কয়েকটা জিনিসটি আপনি বানিয়ে ফেলতে পারেন ফেয়ারনেস ক্রিম। আর দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন step-by-step। বাড়িতে আমরা চাল দিয়ে ভাত খেয়ে থাকি এটি বানানোর জন্য আপনাকে চাল নিতে হবে।
চাল ৪ টেবিল-চামচ, এক গ্লাস জল জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে চালের জলে আর চাল খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপর একটি পাতলা সুতির কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। এরপর এর মধ্যে অন্তত ৪ টেবিল-চামচ পুরো ভরে অ্যালোভেরা জেল দিতে হবে। তারপর এর মধ্যে দুটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিন।
প্রতিদিন রাতে শোওয়ার সময় মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে এই ক্রিমটি মুখে নাকের পাশে ঠোঁটের দু’পাশে কানের লতিতে এবং গালে বা চোখের নিচে ভালো করে ম্যাসাজ করুন। পরপর সাত দিন। নিয়মিত করুন, দেখবেন আপনার ত্বক কত সুন্দর হয়ে গেছে। কোরিয়ান রূপচর্চায় চাল, চালের ভাত নানাভাবে ব্যবহৃত হয়।