Hoop Life
চুলের ৫টি সমস্যার সমাধানে বাড়িতেই বানিয়ে ব্যবহার করুন এই ঘরোয়া তেল
ত্বক ও চুলের যত্নের জন্য তিসি একটি অতি উপকারী উপাদান। চুলের পাঁচটি সমস্যার সমাধান করবে তিসি।
প্রথমে তিসির তেল বানিয়ে নিতে হবে। এর জন্য প্রয়োজন তিসি, অ্যালোভেরা, নারকেল তেল। তিন চামচ তিসি জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি শুকনো সাদা কাপড়ের মধ্যে সেই তিসি দিয়ে ভালো করে চেপে তার থেকে জেল বের করে নিতে হবে। নারকেল তেলের মধ্যে এই জেল এবং অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরেই শ্যাম্পু করে নিতে হবে।
এইটা করলে চুলের পাঁচটি সমস্যার সমাধান হবে।
১) চুল পড়া বন্ধ হবে।
২) খুশকি দূর হবে।
৩) চুলের রুক্ষতা দূর হবে।
৪) চুলের ডগা ফাটা বন্ধ হবে।
৫) চুলে কোন কারনে উকুন থাকলে তাও চলে যাবে।