Hoop Life

বাড়ির আশেপাশে ঘেঁষবে না ছুঁচো, করে দেখুন এই সহজ টোটকা

অনেকের বাড়িতেই ছুঁচোর (Mole) উপদ্রব লক্ষ্য করা যায়। অজান্তেই এদিক সেদিক দিয়ে এরা ঢুকে যায় বাড়ির মধ্যে। বাইরের নোংরা নিয়ে লুকিয়ে বাড়ির কোনো কোণায়। এই ছুঁচোর উপদ্রবে কার্যত প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে গৃহস্থের। অনেক সময়ই ছুঁচোর জন্য বাড়িতে বিদঘুটে দুর্গন্ধও হয়। অনেকেই জানতে চান এদের থেকে রেহাই পাওয়ার উপায়। এই প্রতিবেদনে থাকল এমনি কিছু টোটকা যাতে ছুঁচো পালাবে দূরে।

ছুঁচো যে স্থান দিয়ে বেশি আসা যাওয়া করে সেখানে একটি খাঁচা রেখে তার মধ্যে একটি বিস্কুট রেখে দিন। বিস্কুট খেতে খাঁচার মধ্যে ঢুকবে ছুঁচো। তবে প্রাণীটিকে মারবেন না। খাঁচায় ভরে জঙ্গলে ছেড়ে দিন।

ছুঁচো তাড়াতে পেঁয়াজের গন্ধ কাজে লাগে। ছুঁচোর প্রবেশ পথে পেঁয়াজের টুকরো রেখে দিলে ওই গন্ধে আর আসে না ছুঁচো। একটি কাপড়ে কিছু লবঙ্গ রেখেও উপদ্রুত জায়গায় রাখতে পারেন। লবঙ্গের গন্ধে ছুঁচো পালাবে।

একটি বোতলে জলের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে ছিটিয়ে দিতে হবে যেখানে ছুঁচোর উপদ্রব বেশি। মিলবে সুফল। বাড়িতে ট্যালকম পাউডার থাকলে বেশি উপদ্রবের জায়গায় ছড়িয়ে দিন। ছুঁচো আর আসবে না। বাড়িতে অনেকেরই বেকিং পাউডার থাকে। যেখানে ছুঁচো বেশি আসে সেখানে রাতে খানিক বেকিং পাউডার ছড়িয়ে দিন। আর ছুঁচো আসবে না দ্বিতীয় দিন।

Related Articles