Hair Care Tips: বর্ষায় চুলের নানান সমস্যার সমাধান রয়েছে এই ঘরোয়া টোটকায়

বর্ষাকালে চুলের যত্ন করতে পারেন। মেনে চলতে পারেন, কয়েকটা নিয়ে তাহলে কিন্তু আপনার চুল সুন্দর থাকবে। বাড়িতেই হেয়ার মাস্ক বানানোর জন্য প্রয়োজন কয়েকটা উপকরণ। এই কয়েকটা উপকরণ যা আপনি রান্নাঘরে…

বর্ষাকালে চুলের যত্ন করতে পারেন। মেনে চলতে পারেন, কয়েকটা নিয়ে তাহলে কিন্তু আপনার চুল সুন্দর থাকবে। বাড়িতেই হেয়ার মাস্ক বানানোর জন্য প্রয়োজন কয়েকটা উপকরণ। এই কয়েকটা উপকরণ যা আপনি রান্নাঘরে সহজেই পেয়ে যাবেন, এই কয়েকটা উপকরণ আপনি যদি একসঙ্গে মেশাতে পারেন তাহলেই চটজলদি তৈরি হয়ে যাবে এই ভয়ে আর মাস্ক। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

কলা একটি
তিসির জেল এক কাপ
দই এক কাপ
৪ টেবিল চামচ কাঁচা দুধ
ভিটামিন ই অয়েল

সব উপকরণই একটু ভালো করে মেখে নিতে হবে, চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে দু ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এভাবে যদি সপ্তাহে অন্তত তিন দিন হেয়ার মাস্ক লাগাতে পারেন, তাহলে বর্ষাকালে দেখবেন, আপনার চুল কত সুন্দর হয়ে যাবে। চুলের যত্নের জন্য এইভাবে যদি ব্যবহার করতে পারেন, তাহলে চুলের সমস্ত রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।

কলার মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান চুলকে নরম করতে সাহায্য করে এবং চুল সহজে বদলে দেয় না, এছাড়াও টক দই চুলের জন্য ভীষণ ভালো উপাদান। তাছাড়া মধু চুলকে নরম করতে সাহায্য করে। শুষ্ক চুলের জন্য উপযুক্ত হল ভিটামিন ই অয়েল। এই তেল মেশালে শুষ্ক চুল সুন্দর থাকে বর্ষাকালে অনেক সময় কালে থাকলেও চুল অনেক সময় শুষ্ক হয়ে যায়, যার ফলে কিন্তু চুল পড়ে যায়।