whatsapp channel

কিভাবে সহজেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত

১৯৮৮ মোটর ভেহিকেল আইনের পরবর্তীতে বর্তমানে ভারতে গাড়ি চালাতে গেলে অবশ্যই প্রয়োজন হয় একটি ড্রাইভিং লাইসেন্সের। তবে কিভাবে ড্রাইভিং লাইসেন্স বানাবেন তা নিয়ে অনেকেরই মনে দ্বিধা থাকে। তাই আমরা আপনাকে…

Avatar

HoopHaap Digital Media

১৯৮৮ মোটর ভেহিকেল আইনের পরবর্তীতে বর্তমানে ভারতে গাড়ি চালাতে গেলে অবশ্যই প্রয়োজন হয় একটি ড্রাইভিং লাইসেন্সের। তবে কিভাবে ড্রাইভিং লাইসেন্স বানাবেন তা নিয়ে অনেকেরই মনে দ্বিধা থাকে। তাই আমরা আপনাকে জানাবো কলকাতায় কিভাবে আপনারা খুবই সহজে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন।

ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া-
১. প্রথমত তাকে ১৬ বছর অথবা তার বেশি বয়সের হতে হবে যদি সে ২ চাকার ৫০ সিসির কমের গাড়ির জন্য অ্যাপ্লিকেশন জমা দেয়।
২. যদি সে ২ চাকার ৫০ সিসির অধিক কোন গাড়ির জন্য অ্যাপ্লিকেশন জমা দেয় তাহলে তাকে ন্যূনতম ১৮ বছর বয়সি হতে হবে।
৩. যদি কোন কমের্সিয়াল ভেহিকেল চালাতে হয় তাহলে ন্যূনতম ২০ বছর বয়সী হতে হবে।
৪. তাকে সমস্ত ট্রাফিক নিয়ম জানতে হবে।
৫. তার কাছে ন্যূনতম ৩০ দিনের একটি টেম্পোরারি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কিরকম ধরনের ড্রাইভিং লাইসেন্স আপনারা পেতে পারেন কলকাতায় –
১. হালকা কোন গাড়ির জন্য একটি ড্রাইভিং লাইসেন্স হয়, যেখানে ইঞ্জিন এর ক্ষমতা ৫০ সিসির বেশি হয়।
২. দ্বিতীয় টি একটি কমের্সিয়াল ভেহিকেল এর জন্য।
৩. তৃতীয় টি অটোমেটিক ২ চাকার গাড়ির জন্য যেখানে ইঞ্জিন এর ক্ষমতা ৫০ সিসির কম হয়ে থাকে।

প্রয়োজনীয় ডকুমেন্ট –
পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে আপনাকে RTO এর কাছে বেশ কিছু ডকুমেন্ট পেশ করতে হবে। সেগুলি হল-

A ) বয়সের প্রমাণপত্র
১. জন্ম প্রমাণপত্র
২. যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে প্রাপ্ত শিক্ষার সার্টিফিকেট
৩. পাসপোর্ট
৪. যদি আপনি সরকারি কর্মচারী হন তাহলে রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের একটি সার্টিফিকেট।

B) ঠিকানা প্রমাণপত্র –
১. পাসপোর্ট
২. ভোটার আইডি কার্ড
৩. রেশন কার্ড
৪. কোন সরকারি কর্মচারী হলে সেখান থেকে প্রাপ্ত সার্টিফিকেট।
৫. এলআইসি পলিসি বন্ড

আপনাকে এরমধ্যে থেকে যে কোন একটি বয়সের প্রমাণপত্র এবং একটি ঠিকানা প্রমান পত্র জমা করতে হবে। এছাড়া আরো কিছু ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়বে।
১. অ্যাপ্লিকেশন ফর্ম ৪
২. যদি কমের্সিয়াল ভেহিকেল এর জন্য এপ্লাই করেন তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম ৫
৩. অরিজিনাল লার্নার লাইসেন্স
৪. ৩টি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ

কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য এপ্লিকেশন জমা দেবেন-
১. প্রথমে চলে যান http://transport.wb.gov.in ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স অপশনে ট্যাপ করুন।
২. এবার অ্যাপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করে প্রিন্ট করুন।
৩. এবারে প্রয়োজনীয় ডিটেইল গুলি ভরুন।
৪. সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যোগ করুন ফরমের সাথে।
৫. এবারে ফর্ম এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে RTO এর কাছে গিয়ে জমা দিন।
৬. এটি ড্রাইভিং টেস্ট এর স্লট গ্রহণ করুন।
৭. যদি আপনি সেই নির্দিষ্ট সময়ে সেই টেস্ট পাস করতে পারেন তাহলে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আপনার কাছে নিজের ড্রাইভিং লাইসেন্স চলে আসবে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media