Lifestyle: বাড়িতেই বাসন মাজার সাবান বানানো শিখে নিন
বাসন মাজতে মাজতে বাসন মাজার সাবান হাতে লেগে হাতের একেবারে দফারফা। এমন ঘটনা সব গৃহবধুর হয়ে থাকে। কিন্তু কেমন হয় আপনি যদি বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারেন অসাধারণ বাসন মাজার সাবান, তাহলে বিষয়টি একেবারে মন্দ হয় না। তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় দেখে নিন, কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন অসাধারণ বাসন মাজার সাবান।
উপকরণ –
রিঠা প্রায় ২০০ গ্রাম
পাতিলেবু চারটি
তিন থেকে চার টেবিল-চামচ সৈন্ধব লবণ
এক টেবিল চামচ বেকিং সোডা
আগের দিন জলে ভাল করে ভিজিয়ে নিতে হবে রিঠা। তারপর পরের দিন সেই জল রিঠাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর ছেঁকে নিলেই আপনি পেয়ে যাবেন ফেনা ফেনা যুক্ত জল। জল দিয়ে আগেকার এর মানুষ সোয়েটার কাছতেন। যাইহোক যদি আপনি শ্যাম্পু করতে পারেন, এবার বাকি বলা উপকরণকে খুব ভালো করেই জলের মধ্যে মিশিয়ে দিন, তারপর একটি বোতলের মধ্যে রেখে দিন। এরপর বাসন মাজার সময় এই জলটি দিয়েই আপনি বাসন মাজতে পারেন।