Hoop Life

ঠোঁটের উজ্জ্বলতা বাড়াতে পাঁচটি উপকারি টিপস

মাত্র পাঁচটি উপাদান দিয়ে কিন্তু আপনি আপনার ঠোঁটকে নরম করতে পারেন। অনেক সময় ঠোঁটে নানান রকম সমস্যা হয়। কিন্তু এই সমস্যাকে কিভাবে মেটাবেন, কিছুতেই বুঝতে পারেন না। সেইজন্য বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়ে আপনি আপনার ঠোঁটকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারেন। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

১) প্রতিদিন যদি নিয়ম করে নারকেল তেল, ভেসলিন ঠোঁটের উপরে লাগানো যায়, তাহলে কিন্তু আপনার ঠোঁটের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে নিমেষের মধ্যে। ২) প্রতিদিন যদি নিয়ম করে ঠোঁটের উপরে গ্লিসারিন, ভিটামিন ই অয়েল লাগানো যায়, তাহলেও কিন্তু আপনার ঠোঁট অনেক সুন্দর থাকবে। তবে গ্লিসারিন এর সঙ্গে সামান্য নারকেল তেল ব্যবহার করতে পারেন।

৩) প্রতিদিন নিয়ম করে যদি ঠোঁটের ওপরে ভেসলিন, তিসির বীজ লাগাতে পারেন, তাহলেও কিন্তু আপনার ঠোঁট অনেক বেশি সুন্দর হবে। ৪) প্রতিদিন নিয়ম করে যদি ঠোঁটের ওপরে মধু, চিনি লাগাতে পারেন, তাহলেও কিন্তু আপনার ঠোঁট ভীষণ সুন্দর থাকবে। ৫) প্রতিদিন নিয়ম করে ঠোঁটের ওপর পাতিলেবুর রস, চিনি, গ্লিসারিন লাগালে ঠোঁটের কালো দাগ নিমিষে দূর হয়ে গেছে। পরপর সাতদিন করলেই বুঝতে পারবেন আপনার ঠোঁটের রং কত সুন্দর হয়েছে।

তবে কেন ঠোঁট অকালে কালো হয়ে যায় তা জেনে নিন

১) ঠোঁট কালো হয়ে যাওয়ার প্রধান কারণ হলো অতিরিক্ত গরম কিছু খাওয়া। অতিরিক্ত গরম চা পান করলে কিন্তু ঠোঁট কালো হয়ে যেতে পারে, তাই সর্বদা বেশি গরম জিনিস পান করবেন না ।

২) কালো হয়ে যাওয়ার আরেকটি কারণ হলো অতিরিক্ত ধূমপান করা, তাহলেও কিন্তু ঠোঁট কালো হয়ে যেতে পারে। তাই যাদের অতিরিক্ত ধূমপান করার অভ্যাস আছে, তারা কিন্তু বেশি ধূমপান করবেন না।

৩) মহিলারা যারা অতিরিক্ত লিপস্টিক ব্যবহার করেন, তারা কিন্তু ঠোঁটের ঠিক মতন যত্ন নেয় না। সেই কারণেও কিন্তু ঠোঁট কালো হয়ে যায়, তাই ব্র্যান্ডেড লিপস্টিক লাগাতে পারেন, বা সব সময় লিপস্টিক না লাগিয়ে ভেসলিন ব্যবহার করুন।

Related Articles