Skin Care Tips: মাত্র দুদিনে চোখের নিচের কালো দাগ দূর করার টিপস
চোখের নিচের কালো দাগ নানা কারণে হতে পারে। অতিরিক্ত ফোন দেখা, রাত জেগে কাজকর্ম করা এছাড়া মদ্যপান, ধূমপান অতিরিক্ত মানসিক টেনশন নানা কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে, মাত্র কয়েকটা সহজ উপকরণ দিয়ে আপনি চোখের নিচের কালো দাগ দূর করতে পারেন জেনে নিন সহজেই। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ এই টিপস –
উপকরণ –
আলুর রস ৪ টেবিল-চামচ, অ্যালোভেরা জেল ৩ টেবিল চামচ শশার রস, ২ টেবিল চামচ কাঁচা দুধ, ১ টেবিল চামচ গোলাপজল ২ টেবিল-চামচ।
এই পুরো মিশ্রনটিকে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে আরও অ্যালোভেরা জেল আরো দিতে হবে। যাতে একটা ক্রিমের মতন দেখতে লাগে। রাত্রিবেলা শোয়ার সময় চোখে ভালো করে জলের ঝাপটা দিতে হবে তারপরে হাতের আঙ্গুলের মধ্যে এই ক্রিম একটুখানি নিয়ে গোটা চোখের পাশটা ভালো করে ম্যাসাজ করতে হবে। তারপর সারা রাত চোখের চারিদিকে লাগিয়ে শুয়ে পড়তে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে মুছে নিতে হবে ভেজা কাপড় দিয়ে। পরপর সাত দিন লাগালেই আপনি তফাৎ বুঝতে পারবেন, আলুর রস ও শসার রস চোখের তলায় হওয়া কালো দাগ দূর করতে সাহায্য করে, অ্যালোভেরা আপনার চোখের তলায় যে নরম চামড়া আছে তা নরম করতে সাহায্য করবে।