Income Tax: মধ্যবিত্তদের আয়করে ব্যাপক ছাড় নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের, না জানলে আপনার লস
ভারতে নতুন আর্থিক বছর শুরু হয়েছে ১লা এপ্রিল থেকেই। আর নতুন অর্থবর্ষ মানেই নতুনভাবে আয়কর ফাইল করার সময় আসন্ন। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন ফাইল করার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। আর এই প্রক্রিয়া চলবে আগামী ৩১ শে জুলাই অবধি। এই নির্দিষ্ট তারিখের আগেই করযোগ্য ব্যক্তিদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে। দুটি পদ্ধতিতে এই কাজ করা যায়। প্রথমত, পুরানো ট্যাক্স ব্যবস্থা কিংবা নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে আইটি ফাইল করতে পারেন। যদিও এই দুটি কর ব্যবস্থায় ট্যাক্স স্ল্যাবও হয় ভিন্ন ভিন্ন।
তবে এবার করদাতাদের জন্য নিয়মের মাঝে একটি বড়সড় পরিবর্তন এনেছে কেন্দ্র। এই নতুন নিয়মের ফলে কোটি কোটি করদাতা আয়কর থেকে হয়তো মুক্তি পাবেন। উল্লেখ্য, ২০২৩ সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ব্যবস্থার এই নতুন নিয়মকানুন সামনে আনেন। আর এই নতুন নিয়মের ফলে কর জমা দেওয়া নাগরিকদের কর প্রদান থেকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি উডুপিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে মোদি সরকার মধ্যবিত্তদের আকর্ষণীয় কর সুবিধা দিয়েছে। এর অধীনে যারা প্রতি বছর ৭.২৭ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন তাদের কোনো কর দিতে হবে না। তিনি বলেন, সরকার সমাজের কোনো অংশকে আয়কর থেকে রেহাই দেয়নি। নির্মলা সীতারামন এও বলেছেন যে এখন সকলেরই জন্যই ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে। নতুন কর ব্যবস্থার অধীনে, একটি অভিযোগ ছিল যে কোনও স্ট্যান্ডার্ড ডিডাকশন নেই। তবে সেই বিষয়টিতে এবার নজর দেওয়া হয়েছে
উল্লেখ্য, ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে, ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য আয়কর ছাড় দেওয়া হবে। তবে সেই সিদ্ধান্ত জানানোর পরেই নাগরিকদের মনে অনেক প্রশ্ন জন্ম নিয়েছিল। ৭ লক্ষ টাকার বেশি আয়কারীদের কী হবে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন ছিল। তবে সেই বিষয়টি এবার পরিষ্কার করে দিলেন খোদ অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা TREDS প্ল্যাটফর্ম (ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম) চালু করেছি যাতে MSME এবং অন্যান্য কর্পোরেটরা তাদের ক্রেতাদের অর্থ প্রদান না করার কারণে তারল্য সংকটের সম্মুখীন না হয়।’ সীতারামন বলেছেন যে ONDC MSME ব্যবসাগুলিকে একটি বৃহৎ সম্ভাব্য গ্রাহক বেসের কাছে পৌঁছাতে সক্ষম করেছে। একই সঙ্গে তিনি বলেন, ভারত ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কাজ করেছে বলে গোটা বিশ্ব আজ ভারতের প্রশংসা করে।