Hoop VideoHoop Viral

Viral: ১০ মাসের বাচ্চাকে রেখে দেশসেবার কাজে রওনা দিচ্ছেন সৈনিক মা, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

পৃথিবীতে মায়ের চেয়ে আর আপন বোধহয় কেউ হয় না। তাইতো কবি এক সময় লিখেছিলেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। শিশুর প্রতি মায়ের দায়িত্ব অনেক শিশুরা ভালো থাকবে খেলা করবে সবকিছুর দায়িত্বেই থাকেন একমাত্র মা, যদিও মাকে সাপোর্ট করেন বাবারা, কিন্তু মা ছাড়া পরিবার কিন্তু একেবারেই অচল। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এর মাধ্যমে ভিডিওটি দেখে চোখে জল নেটিজেনদের।

কি ভাবছেন কোন দুর্ঘটনাজনিত কোন ঘটনা না একবারেই নয়, এটি একটা অদ্ভুত ভিডিও যেখানে একাধারে দুঃখ আছে, আবার একাধারে আছে অনেক আনন্দ। এখানে দেখা যাচ্ছে, ১০ মাসের ছোট্ট শিশুকে পরিবার পরিজনদের কাছে রেখে সৈনিক মা যাচ্ছে, দেশমাতাকে বাঁচাতে। দেশমাতা তার কাছে এখন সবচেয়ে আগে। ভিডিওটি দেখে সকলের মন গলে গেছে।সকলে দুহাত ভরে এই সৈনিক মাকে আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন উজাড় করে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথে রীতিমতন ভাইরাল হয়ে গেছে। ট্রেন ছেড়ে চলে যাবার আগে পর্যন্ত একজন মায়ের যে কান্না তার সবাই বুঝতে পেরেছে, পরিবারের প্রত্যেকটা মানুষেরও কষ্ট হচ্ছে, এইভাবে তাদের বাড়ির মেয়ে, তাদের বাড়ির বউকে ছেড়ে থাকতে কিন্তু এখানে মায়ের থেকেও দেশ মাকে বাঁচানোর প্রধান গুরুত্ব দিয়েছেন এই সৈনিক মা। আপনি যদি কোনো কারণে ভিডিওটি দেখতে মিস করে থাকেন, তো চটপট দেখে ফেলুন অসাধারণ এই ভিডিওটি-

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক