‘শিখতে গিয়েছিলাম, জিতেছি সেটা আমার কাছে উপরি পাওনা। প্রতিটা এপিসোড আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। বর্ষীয়ান শিল্পীদের সান্নিধ্যে আসতে পেরেছি। তবে সবচেয়ে অবাক হয়েছিলাম আশা জিকে দেখে। আমি শুধু কাঁদছিলাম তাঁকে সামনে দেখে, আশা জি আমার কাছে বড় অনুপ্রেরণা। আমি ওই মুহূর্ত কোওদিনও ভুলতে পারব না।’ এটাই ছিল বনগাঁওর মেয়ে অরুণিতার ভাষায়। কিছুদিন আগেই ইন্ডিয়ান আইডল শো থেকে রানার আপ হয়ে বাড়ি ফেরেন অরুণিতা কাঞ্জিলাল।
ফিরেই রাখি উৎসবে মাতেন অরুণিতা। বনগাঁও এসেই পরিবারের সঙ্গে খুশিতে মাতেন এই সঙ্গীত শিল্পী। বাড়ি ফিরেই আনন্দে আত্মহারা অরুণিতা। পরিবারের আশীর্বাদ, ভালোবাসা দুহাত উজাড় করে পেয়েছেন। এরইমধ্যে অনুষ্ঠিত হয় রাখি পূর্ণিমার উৎসব। এদিন সারা দেশ জুড়ে প্রায় সকলেই রাখি বন্ধন উৎসবে মাতেন।
সম্প্রতি সাক্ষাৎকার দেওয়ার সময় অরুণিতা এও বলেন, ‘ওই মঞ্চে পারফর্ম করার সময় তাবড় তাবড় শিল্পীরা আমার গান শুনেছেন, সকলেই খুশি হয়েছেন। বর্ষীয়ান শিল্পীদের কাছ থেকে আমি আশীর্বাদ পেয়েছি, তাঁরা আমার গান ভালবেসেছেন সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। পরিবারও আমার সঙ্গে সবসময়, আমায় জিতে আসতেই হবে এমন কোনও চাপ দেন নি কোনওদিন।’
বাংলার মেয়ের কণ্ঠে মুগ্ধ হয়েছিলাম ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ জোহর পর্যন্ত। ভরা স্টেজে কথা দেন যে তার পরবর্তী সিনেমায় অরুণিতা নাকি গান গাইতে পারবেন। এই প্রতিশ্রুতি যেমন বড় পাওনা তেমনই তার কথায় বারবার এটাই উঠে এসেছে, ‘আমি শুধু কাঁদছিলাম তাঁকে সামনে দেখে,আশা জি আমার কাছে বড় অনুপ্রেরণা। আমি ওই মুহূর্ত কোওদিনও ভুলতে পারব না।’