মাধ্যমিক পাশেই মোটা বেতনের চাকরির সুযোগ, ভারতীয় নৌবাহিনীতে শুরু হচ্ছে বিপুল নিয়োগ
বর্তমানে চাকরির আকালের (Recruitment) জন্য বহু মানুষ কর্মহীন হয়ে বসে রয়েছেন। অনেকেই এমন আছেন যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য অপেক্ষা করছিলেন। বা অনেকে বেসরকারি চাকরি পাওয়ার স্বপ্নও দেখে থাকেন। এবার তাদের জন্য এল সুখবর। এবার চাকরিপ্রার্থীদের জন্য এল এক দারুণ সুখবর। ভারতীয় নৌবাহিনীতে শুরু হতে চলেছে নিয়োগ।
ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) বিপুল সংখ্যক শূন্যপদে শুরু হতে চলেছে নিয়োগ। কতগুলি শূন্যপদ রয়েছে, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন সীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়ার মতো তথ্য উল্লেখ রইল এই প্রতিবেদনে। সমস্ত তথ্য জানতে এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন।
শূন্যপদের নাম এবং সংখ্যা
ভারতীয় নৌবাহিনীর তরফে Fireman, Tradesman Mate, Fire Engine Driver সহ মোট ৭৪১ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
কোন পদে কতজন নেওয়া হবে
চার্জম্যান (গোলাবারুদ ওয়ার্কশপ)- ১ জন
চার্জম্যান (কারখানা)- ১০ জন
ব্যবসায়ী সাথী (Tradesman Mate)- ১৬১ জন
কীটপতঙ্গ নিয়ন্ত্রণ কর্মী (Pest Control Worker)- ১৮ জন
কুক- ৯ জন
মাল্টি টাস্কিং স্টাফ (মন্ত্রণালয়)- ১৬ জন
চার্জম্যান (মেকানিক)- ১৮ জন
বৈজ্ঞানিক সহকারী- ৮ জন
ড্রাফটসম্যান (নির্মাণ)- ২ জন
ফায়ারম্যান- ৪৪৪ জন
ফায়ার ইঞ্জিন চালক- ৫৮ জন
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা
Tradesman Mate পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ, ফায়ারম্যান পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ এবং বিভিন্ন চার্জম্যান পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা বা বিএসসি পাশ। অন্যান্য পদগুলিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।
বয়স সীমা
উক্ত পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাওয়া যাবে।
বেতন সীমা
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৮,০০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা। পদ অনুযায়ী বেতন কাঠামো নিম্নরূপ
চার্জম্যান (গোলাবারুদ ওয়ার্কশপ)- ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা
চার্জম্যান (কারখানা) এবং ব্যবসায়ী সাথী (Tradesman Mate)- ১৮,০০০-৫৬,৯০০ টাকা
কীটপতঙ্গ নিয়ন্ত্রণ কর্মী (Pest Control Worker) এবং কুক- ১৯,৯০০-৬৩,২০০ টাকা
মাল্টি টাস্কিং স্টাফ (মন্ত্রণালয়)- ১৮,০০০-৫৬,৯০০ টাকা
চার্জম্যান (মেকানিক)- ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা
বৈজ্ঞানিক সহকারী এবং ড্রাফটসম্যান (নির্মাণ)- ২৫,৫০০-৮১,১০০ টাকা
ফায়ারম্যান- ১৯,৯০০-৬৩,২০০ টাকা
ফায়ার ইঞ্জিন চালক- ২১,৭০০-৬৯,১০০ টাকা
আবেদন পদ্ধতি
অনলাইন পদ্ধতিতে আবেদন করতে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর আবেদন পত্র ফিলাপ করে দরকারি নথিপত্র স্ক্যান কবে আপলোড করে সাবমিট করতে হবে। এক্ষেত্রে জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের দরকার হবে ২৯৫ টাকা তবে তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত প্রার্থীদের কোনো অর্থ লাগবে না।
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে লিখিত পরীক্ষা আর তারপর নির্বাচিত প্রার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হবে। তবে ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন চালকদের জন্য শারীরিক পরীক্ষা নেওয়া হবে। সবশেষে হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে। আবেদনের শেষ দিন ২ রা অগাস্ট।