শেয়ারই নয়! FD-তে পাবেন বাম্পার সুদ, এই ব্যাঙ্কের ধামাকা অফার, মেয়াদ শেষে দু’হাতে টাকা রোজগার করুন
প্রতিটি মানুষের জীবনের লক্ষ্য একটা নিশ্চিত জায়গায় বিনিয়োগ করা, কিন্তু সব সময় সেটার খবর ঠিকঠাক মতন পাওয়া যায় না। বিগত বেশ কয়েক বছর ধরে লাগাতার লাভের মুখ দেখেছে শেয়ার বাজারে। যারা বিনিয়োগ করেছেন, তারা শেয়ার বাজার ছাড়া, কম ঝুঁকিতে বিনিয়োগের অন্যতম মাধ্যম হলো এফডি FD তে বিনিয়োগের সময় বিনিয়োগকারীদের লক্ষ্য হলো বেশি থেকে আরও বেশি পরিমাণ।
বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার বিভিন্ন রকম। ফিক্সড ডিপোজিটে যদি কম মেয়াদের এফডিতে কম সুদ পাচ্ছেন, তাহলে আপনি ব্যাংকের তিন মাসের বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার আকর্ষণীয় থাকে। ফিক্সড ডিপোজিটে কম মেয়াদের এফডিতে কম সুদ পাচ্ছেন। স্টেট ব্যাঙ্কের তিন মাসের FD তে সুদের হার ৫.৫%। এক বছরের FD বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার ৬.৮ %।
দেশের শীর্ষ ব্যাঙ্কে সুদের হার সর্বাধিক কত হতে পারে?
স্টেট ব্যাঙ্কের ৫ বছরের FD সুদের হার ৬.৫%। অন্যদিকে ১ বছরের কম মেয়াদে FD তে সুদ ৬.৮%৷ এই সুদের হার চলছে ১৫ মে ২০২৪ থেকেই ৷ দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ক গত ৫ বছরের মেয়াদে FD সুদের হার ৭%। ব্যাঙ্কের পক্ষ থেকে এক বছরের এফডিতে সুদের হার ৬.৭ শতাংশ যা কার্যকর হয়েছিল গত ১৭ ফেব্রুয়ারিতে ৷ HDFC ব্যাঙ্কের পক্ষ থেকে ৫ বছরের মেয়াদে সুদের হার ৭ শতাংশ ৷ কিন্তু ১ বছর তার থেকে কম মেয়াদে সুদের হার ৬.৬ শতাংশ যা ৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে ৷
দেশের অন্যতম সরকারি ব্যাঙ্ক, ৫ বছরে সুদের হার ৬.৫ শতাংশ বার্ষিক ভাবে দেয়৷ ১৫ই জানুয়ারি থেকেই এই সুদের হার বলবৎ করা হয়েছে। ১ বছরের এফ ডি তে সুদের হার ৬.৮৫ শতাংশ দিয়েছে ৷ কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank) র পক্ষ থেকে ৫ বছরের মেয়াদে এফ ডি তে বার্ষিক ৬.২০ হারে সুদ ৷ সেখানে এক বছরের মেয়াদে সুদের হার বার্ষিক ৭.১০ শতাংশ হয়। এই সুদের বার ২৭ ফেব্রুয়ারি থেকেই কার্যকর ৷