whatsapp channel

Ishaa Saha: সরু ফিতের ব্লাউজের সঙ্গে দুধ সাদা শাড়ি, ইশার নয়া লুকে মুগ্ধ নেটপাড়া

সামনেই বিয়ের মরশুম। আর এই নিয়ে বাঙালিদের মেয়েদের মনে থাকে অনেক সাজ পোশাকের প্ল্যানিং। এই প্রতিবেদন থেকে আপনি বেশ অনুপ্রাণিত হতে পারেন। ইশা সাহার (Isha Saha) একটি শাড়ির লুক যা…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

সামনেই বিয়ের মরশুম। আর এই নিয়ে বাঙালিদের মেয়েদের মনে থাকে অনেক সাজ পোশাকের প্ল্যানিং। এই প্রতিবেদন থেকে আপনি বেশ অনুপ্রাণিত হতে পারেন। ইশা সাহার (Isha Saha) একটি শাড়ির লুক যা থেকে অনুপ্রাণিত হয়ে আপনিও এরকম কোনো সাজ ট্রাই করতে পারেন যেকোনো বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনোভাবেই আপনি শাড়িকে কমফোর্টেবলি পরতে পারেন।

বাঙালির ইমোশান ইশা সাহা, যার লুকের সাথে সাথে অভিনয়ও মানুষের মন কেড়েছে। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ঘাঁটলে আমরা তাকে বিভিন্ন লুকে দেখতে পাই। বিভিন্ন শাড়ি পড়ে বিভিন্নভাবে ধরা দিয়েছেন তিনি। অপরূপ সাজে অন্য মাত্রা আনেন এই বঙ্গ কন্যা। ইশা শাড়ি পড়তে খুব ভালোবাসেন তা আমরা তার সোশ্যাল মিডিয়া ঘাটলেই দেখতে পাই। কখনো বা শাড়ি পড়ে নতুন ফ্যাশন স্টেটমেন্ট শেয়ার করে ভক্তদের সঙ্গে।

সম্প্রতি ইশার সাহার একটি শাড়ি পরা ছবি হয়েছে ভাইরাল। শহরের কোন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি সেখানেই তাকে দেখা গেছে একদম শুভ্র সাদা রংয়ের শাড়িতে পোজ দিয়েছেন অভিনেত্রী। স্লিভলেস ব্লাউজের সাথে সাদা রংয়ের অর্গানসা শাড়ি আর তার সাথে আছে মুক্তোর গহনা খোপায় দুটো সাদা গোলাপ ফুল। সাদা এমব্রয়ডারি কাজ করার শাড়িতে বেশ মানিয়েছে নায়িকাকে। কানে হতে গলায় ম্যাচিং করা মুক্তোর গয়না যা আরো একমাত্র বাড়িয়ে দিয়েছে অভিনেত্রীর সৌন্দর্যকে। আর সঙ্গে আছে ন্যুড মেকআপ।

সাধারণত টলি পাড়ার নায়িকাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমরা দেখতে পাই। সকলেই সেভাবে শাড়ি পরেন না। কিন্তু ইশার সাহা বিভিন্নভাবে শাড়িকে পড়েছেন কখনো জিন্সের সাথে বা কখনও ওয়েস্টার্ন লুকের শাড়ি পরেন আর অনেক সময় ট্রাডিশনালি শাড়ি পড়ে ধরা দিয়েছেন ভক্তদের সামনে। আর এই ছবি সামনে আসার পরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। অভিনেত্রীর এই সাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা