Rathayatra: রথযাত্রায় প্রসন্ন হবেন জগন্নাথদেব, ছোট্ট কাজের মাধ্যমে সংসারে ফিরবে সুখ-সমৃদ্ধি
সামনেই আছে রথযাত্রা। রথযাত্রার দিন পুরীর জগন্নাথের মন্দিরের ভিড় একেবারে উপচে পড়ে, কিন্তু আপনি জগন্নাথ মন্দিরের না গিয়েও এক মন্ত্র উচ্চারণ করেন, সেই পুন্য অর্জন করতে পারেন। কতগুলো মন্ত্র খুবই সহজ সরল মন্ত্র অনেকেই ভাবেন, মন্ত্র উচ্চারণ করা অনেক ঝক্যির ব্যাপার কিন্তু বিশ্বাস করুন, পুরোহিত মশাইরা বলেন যে এই মন্ত্র আপনি যদি একবার উচ্চারণ করতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক সমস্যা থেকেই আপনি মুক্তি পেতে পারবেন।
এই মন্ত্রটি যদি একবার জপ করতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক সমস্যা থেকেই আপনি মুক্তি পেতে পারবেন। এমনটাই বলছেন, বিশেষজ্ঞরা তাই আর দেরি না করে চটপট মন্ত্রটি শুনে ফেলুন।
একটি মন্ত্র হলো-
‘নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মা ননে
বলভদ্র সুভদ্রাম জগন্নাথায় থে নমহঃ’
এই মন্ত্রটি যদি নিয়ম করে জপ করা যায়, তাহলে সমস্ত সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
মেষ রাশির জাতক জাতিকারা বলতে পারেন, ‘ওপধায়ে শ্রী জগন্নাথায় নমঃ’।
বৃষ রাশির জাতক জাতিকারা বলতে পারেন ‘ওম শিখিনে শ্রী জগন্নাথ হে নমঃ’।
মিথুন রাশির জাতক-জাতিকারা বলতে পারেন ‘ওম দেবাদিদেব শ্রী জগন্নাথ নম’।
কর্কট রাশির জাতক-জাতিকারা বলতে পারেন, ‘ওম শ্রী জগন্নাথ হে নমঃ’।
সিংহ রাশির জাতিকারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন, এই মন্ত্রটি হলো ‘ওম বিশ্বরূপেণ শ্রী জগন্নাথায় নমঃ’।
কন্যা রাশি- ‘ওম বিষ্ণবে শ্রী জগন্নাথ হে নমঃ’।
তুলা- ‘ওম শ্রী নারায়ন জগন্নাাথায় নমঃ’।
বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি নিয়ম নিষ্ঠাভোরে এই ধরনের মন্ত্রগুলিকে নিয়মিত পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা নিমেষের মধ্যে মিটে যাবে। বিশেষ করে রথযাত্রার দিন এই মন্ত্র পাঠ করুন, পরিষ্কার বস্ত্র পরে এবং পরিষ্কার জায়গাতে মনকে শুদ্ধ করে না হলে কিন্তু এই ধরনের মন্ত্র কাজ নাও করতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।