জংলি পুরুষকে বিছানায় পেয়ে জমলো শরীরের খেলা, গোপনে কুকীর্তি ঘটালেন বাড়ির মেয়েরা

চলতি বছর সেপ্টেম্বর মাসে একের পর এক অ্যাডাল্ট ওয়েব সিরিজ স্ট্রিম হওয়ার ফলে বিনোদন জগতে ক্রমশ শীর্ষে উঠে আসছে উল্লু। পিছিয়ে নেই ওয়াও, সিনেপ্রাইমের মতো অনামী অ্যাপ। ফলে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বেশরমস ওটিটি। গত কয়েক বছরে এই অ্যাপের সাবস্ক্রাইবারের সংখ্যা যথেষ্ট বেড়েছে। যদিও ইউটিউব চ্যানেল ছাড়া বেশরমসের অন্য ভার্চুয়াল পেজগুলিতে ফলোয়ারের সংখ্যা উল্লেখযোগ্য নয়। চলতি মাসে বেশরমস-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে ‘অকলমন্দ জঙ্গলি সিজন ওয়ান’ নামে একটি অ্যাডাল্ট ওয়েব সিরিজের ট্রেলার। 5 ই সেপ্টেম্বর ট্রেলারটি পাবলিশ করা হয়েছে বেশরমস -এর ইউটিউব চ্যানেলে। এখনও অবধি ট্রেলারের ভিউ অতিক্রম করেছে সাতষট্টি হাজার।

ট্রেলারের শুরুতে দেখা যায়, এক বৃদ্ধ মারা গিয়েছেন। তাঁকে শ্রদ্ধা জানাতে আসছে একের পর এক মানুষ। কিন্তু বৃদ্ধের পরিবারের সদস্যদের চিন্তা তাঁর অগাধ সম্পত্তি নিয়ে। কারণ বৃদ্ধর সম্পত্তি উইল অনুসারে পাবে তাঁর নাতি। শৈশবেই হারিয়ে গিয়েছে সে। কিন্তু পরিবারের বাকি সদস্যদের ধারণা, বৃদ্ধের নাতি বেঁচে নেই। পরিবারের এক মহিলা বলে, চিন্তার কারণ নেই। মৃত মানুষ কখনও ফিরে আসে না। এর মধ্যেই স্থানীয় পুলিশ জঙ্গলে এক যুবকের সন্ধান পায় যার চেহারার সাথে বৃদ্ধের নাতি নীলের শৈশবের ছবির মিল রয়েছে। একসময় পুলিশ যুবকটিকে নিয়ে বৃদ্ধের বাড়িতে প্রবেশ করে। যুবকের আদব-কায়দা জংলির মতো। সে মানুষের ভাষা বলতে পারে না। তার পরনে ঘাস-পাতা দিয়ে তৈরি পোশাক। পরিবারের সদস্যরা নীলকে চিনতে পারে।

নীলকে ফাঁসিয়ে সম্পত্তি হাতাতে চায় তার আত্মীয়রা। তারা কাজে লাগাতে চায় বাড়ির মেয়েকে। মেয়েটি জানায়, তার সাথে নীলের শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে। নীল তার উপর খুশি। মেয়েটির বৌদিও নীলের জন্মচিহ্ন দেখার অছিলায় তার পুরুষাঙ্গ স্পর্শ করে। পরিবারের মধ্যে শুরু হয় খুনের ষড়যন্ত্র।

কিন্তু সত্যিই কি নীল ষড়যন্ত্রের আভাস পাচ্ছে না? প্রশ্নের উত্তর পেতে সাবস্ক্রাইব করতে হবে বেশরমস।