BSNL Recharge: একবার রিচার্জ করলেই নিশ্চিন্তি! স্বল্প খরচে সারা বছরের সুপার প্ল্যান আনল BSNL

একবার টাকা খরচ করলেই আপনি সারা বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যাবেন, এমনই দীর্ঘ মেয়াদি পরিষেবা দিতে চলেছে বিএসএনএল। রিলায়েন্স, জিও, এয়ারটেল, ভোডাফোন নাকি বিএসএনএল! কোনটি আপনার জন্য লাভজনক হবে তা চটপট দেখে নিন। কোন কোন কোম্পানি রিচার্জ প্ল্যান কেমন চটপট দেখে ফেলুন।

রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার সাম্প্রতিক মূল্য বৃদ্ধির পরে অনেক ব্যবহারকারী এদের ছেড়ে BSNL-এ পোর্ট করাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় জোর তর্কবিতর্ক চলছে। তবে আর দেরি না করে চটপট দেখে ফেলুন সম্পূর্ণ তালিকা।

১)বিএসএনএল 2395 টাকার প্ল্যান
মেয়াদ: 395 দিন
ডেটা: 2GB/দিন
ভয়েস কল: আনলিমিটেড
SMS: 100 SMS প্রতিদিন

২)এয়ারটেলের 3599 টাকার প্ল্যান
মেয়াদ: 365 দিন
ডেটা: 2GB প্রতিদিন
ভয়েস: আনলিমিটেড
SMS: 100 SMS প্রতিদিন

৩) রিলায়েন্স জিওর 3599 টাকার প্ল্যান
মেয়াদ: 365 দিন
ডেটা: 2.5GB প্রতিদিন
ভয়েস: আনলিমিটেড
SMS: 100 SMS প্রতিদিন

৪) Vodafone Idea 3699 টাকার প্ল্যান
মেয়াদ: 365 দিন
ডেটা: 2GB প্রতিদিন
ভয়েস: আনলিমিটেড
SMS: 100 SMS প্রতিদিন

Vodafone Idea প্ল্যানটি BSNL-এর মতো 4G ইন্টারনেটও অফার দেবে, প্ল্যানের সঙ্গে 1 বছরের Disney+Hotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে। উপরন্তু, এই প্ল্যানটি একটি ‘বিঞ্জ হোল নাইট’ বৈশিষ্ট্য অফার করে যা আপনার প্ল্যান থেকে দুপুর ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কোনও ডেটা কাটবে না।

তবে বিএসএনএলের একটিমাত্র সমস্যা হল যে এটার কানেকশন এর ক্ষেত্রে, অর্থাৎ নেটের যে স্পিড সেটা অনেকটাই কম। তবে চেষ্টা করা হচ্ছে যাতে প্রত্যেক গ্রাহকের মনের মতো স্পিড পরিষেবা দ্রুত দেওয়া যেতে পারে।