whatsapp channel

Kabir Singh: আবারও ফিরছে ‘কবীর সিং’!

চলতি বছর শাহিদ কাপুর (Shahid kapoor) অভিনীত ফিল্ম ‘জার্সি’ কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। শাহিদের শেষ হিট ফিল্ম ছিল ‘কবীর সিং’। দক্ষিণী ফিল্মের রিমেক হলেও এই…

Avatar

চলতি বছর শাহিদ কাপুর (Shahid kapoor) অভিনীত ফিল্ম ‘জার্সি’ কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। শাহিদের শেষ হিট ফিল্ম ছিল ‘কবীর সিং’। দক্ষিণী ফিল্মের রিমেক হলেও এই ফিল্মটি বক্স অফিসে চূড়ান্ত সফল হয়েছিল। তবে এই ফিল্মটি যথেষ্ট সমালোচিত হয়েছিল। কবীর সিং-এর উচ্ছৃঙ্খল জীবনযাত্রা অনেকের পছন্দ হয়নি। আবার অনেক মেয়ের পছন্দ হয়েছিল তাঁর মতো বয়ফ্রেন্ড। ফিরে এসেছিল শাহিদের স্টারডম। অর্জুন সিং-এর লুক ছেলেরা অনেকেই অনুকরণ করতে শুরু করেছিলেন। এবার প্রযোজনা সংস্থা টি-সিরিজের তরফে ইঙ্গিত পাওয়া গেল কবীর সিং-কে ফিরিয়ে আনার।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার (Bhushan Kumar) জানিয়েছেন, কবীর সিংকে ফ্র‍্যাঞ্চাইজি হিসাবে নিয়ে আসার কথা ভাবছেন তাঁরা। ভূষণের মতে, কবীর সিং একটি আইকনিক চরিত্র। ফলে এর দ্বিতীয় পর্ব হতেই পারে। একই সাথে ‘ভুল ভুলাইয়া 3’-রও ইঙ্গিত দিয়েছেন তিনি। ‘ভুল ভুলাইয়া’-র প্রযোজক টি-সিরিজ। ‘ভুল ভুলাইয়া’ বক্স অফিসে সফল ছিল। ‘ভুল ভুলাইয়া 2’ তো মুক্তির দিন থেকেই সুপারহিট।

‘ভুল ভুলাইয়া 2’-তে নায়কের ভূমিকায় রয়েছেন কার্তিক আরিয়ান (Kartik Aryan)। ‘ভুল ভুলাইয়া 3’-তে তিনিই থাকবেন কিনা তা এখনও খোলসা করেননি ভূষণ। এক সপ্তাহ পার হতে না হতেই একশো কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘ভুল ভুলাইয়া 2’।

ইন্টারন্যাশনাল অ্যাকশন দৃশ্য সত্ত্বেও মুখ থুবড়ে পড়েছে কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranawat) অভিনীত ফিল্ম ‘ধাকড়’। ফলে এই মুহূর্তে ‘ভুল ভুলাইয়া’ সিকোয়েল আশাবাদী ভূষণ কুমার।

 

View this post on Instagram

 

A post shared by Spotify India (@spotifyindia)