কিভাবে কারি পাতা ব্যবহার করলে ঘন চুল ফিরে আসবে
চুল ভালো রাখতে ব্যবহার করুন কারি পাতা। কারিপাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা চুল সতেজ এবং ঝলমলে রাখতে সাহায্য করে।
কারি পাতা দিয়ে সুন্দর করে তেল বানিয়ে মাথায় প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে ম্যাসাজ করুন। এই তেলটি বানাতে প্রয়োজন হবে
দু’কাপ নারকেল তেল
১০-১২টি কারি পাতা
এক চামচ মেথি
এক চামচ কালো জিরে
একটি লোহার পাত্রে নারকেল তেল গরম করে তাতে সমস্ত উপাদান দিয়ে ভালো করে ফুটিয়ে ছেঁকে নিয়ে তৈরি করুন কারিপাতার তেল। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এই তেল চুলের গোড়ায় গোড়ায় ম্যাসাজ করুন।
কারিপাতার হেয়ার প্যাক:
চুলের পুষ্টির জন্য প্রয়োজন কারিপাতা দিয়ে তৈরি হেয়ার প্যাক। বেশ কয়েকটা কারিপাতা ভালো করে পেস্ট করে নিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে তার মধ্যে দুই চামচ টক দই এবং একটি ডিম ফাটিয়ে মাথায় ভালো করে লাগিয়ে নিন। বেশ কিছুক্ষণ পরে কোন হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন।
তবে শুধুমাত্র কারিপাতাকে উপর থেকে ব্যবহার করেই নয়, আপনি যদি আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় কারিপাতা রাখতে পারেন। তাতে শরীরের ভেতর থেকে পুষ্টি হবে এবং চুল সুন্দর ঝলমলে সতেজ থাকবে।