স্বামীর অবর্তমানে হাঁটুর বয়সী ভাগ্নের সঙ্গে কুকর্ম মামীর, নির্লজ্জতার সীমা পার করলো এই সিরিজ

Debaprasad Mukherjee

দিন দিন মানুষের স্বাদ পাল্টাচ্ছে সবদিক থেকে। আর এই তালিকা থেকে বাদ যায়নি বিনোদন জগৎও। আর এই বিনোদন জগৎকে মোবাইলের ভেতর বন্দি করতেই উদ্ভাবন হয় ওয়েব সিরিজের। প্রথম পাশ্চাত্য দেশে ওয়েব সিরিজ জনপ্রিয় হয়ে উঠলেও ধীরে ধীরে ভারতীয় বিনোদন জগতেও প্রবেশ করে মোবাইল স্ক্রিনে ছবি দেখানোর এই রীতি। বর্তমানে ওয়েব সিরিজের জনপ্রিয়তা ভারতেও তুঙ্গে। দিনের পর দিন বাড়ছে ওয়েব সিরিজের দর্শক সংখ্যা। আর সেই কারণেই ফুলে ফেঁপে উঠছে ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি।

বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে নানারকমের কন্টেন্ট ভেসে উঠলেও এখন এডাল্ট ওয়েব সিরিজের চাহিদা অনেকটাই বেশি। অনেক প্ল্যাটফর্মেই উষ্ণ ও সাহসী দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজের চাহিদা এখন বেশ ভালো। আর সমস্ত ওটিটি প্লাটফর্মের মধ্যে বেশকিছু এমন প্লাটফর্ম রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন বোল্ড ওয়েব সিরিজ দেখতে পান। এগুলির মধ্যেই অন্যতম ‘উল্লু’, ‘কোকু’, ‘এমএক্স অনলাইন’ প্রভৃতি। বরাবর সাহসী সব দৃশ্যে ভরপুর ওয়েবসিরিজ বানিয়ে জনপ্রিয়তা লাভ করেছে এইসহ ওটিটি প্ল্যাটফর্মগুলি।

বর্তমানে ‘প্রাইম প্লে’-নামক ওটিটি প্ল্যাটফর্মের একটি ওয়েবসিরিজ বেশ জনপ্রিয় হয়েছে। আর সেটি হল ‘করো না’। এই সিরিজের গল্প একটু অন্যরকম। গল্পের প্লট শুরু হয় একটি পরিবারকে ঘিরে। ওই পরিবারে স্বামী স্ত্রী থাকে। কিন্তু আচমকা একদিন ওই ব্যক্তির ভাগ্নে আসে তার মামার বাড়ি। একদিন মামা কাজে বাইরে যায় এবং তারপরেই দেশজুড়ে জারি হয় লকডাউন। একদিকে বাড়ির বাইরে আটকে পড়ে মামা, অন্যদিকে মামীর সঙ্গে বাড়িতে আটকে পড়ে যুবক ভাগ্নে। এরপর ধীরে ধীরে ওই যুবক তার মামীর শারীরিক গঠনের প্রতি আকৃষ্ঠ হয় এবং একদিন সে মামীর সঙ্গেই কুকর্ম করে ফেলে। আর এভাবেই গল্প এগিয়ে যায় ক্লাইম্যাক্সের পথে।

এই সিরিজটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে কমবয়সী দর্শকদের মধ্যে। যদিও সব বয়সের দর্শকরা সিরিজটি পছন্দ করেছেন। এই সিরিজে দেখা গেছে ভারতী ঝাঁ এবং জয়শ্রী গায়কোয়াডের মতো নামজাদা ওটিটি নায়িকাদের। তাদের শারীরিক পরিভাষা যেন এই সিরিজেক এক অন্য মাত্রা দিয়েছে। ‘প্রাইম প্লে’ এপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়েই এই সিরিজ দেখতে হবে আপনাকে।

About Author

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা